হ্যাটট্রিক করে নিজেই অবাক সবুজ

জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেছেন সবুজ। ছবি-ফেসবুকগত প্রিমিয়ার লিগে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল ছিল তার। আট গোল করে দৃষ্টি কেড়ে নিয়েছেন জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ডের।  অস্ট্রেলিয়ান কোচের আস্থার প্রতিদানও দিলেন তৌহিদুল আলম সবুজ। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই থাই প্রিমিয়ার লিগের দল ব্যাংকক গ্লাস এফসিকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জাতীয় দলের জার্সিতে এটাই সবুজের প্রথম হ্যাটট্রিক। ঘরোয়া ফুটবলে হ্যাটট্রিক করেছেন মাত্র একবার, ২০০৮ সালে। ২০১০ সালে ঢাকা এসএ গেমস দিয়ে অভিষেক হলেও জাতীয় দলে এখনও নিয়মিত হতে পারেননি। হ্যাটট্রিক করে তাই সবুজ উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আমি খুব খুশি। হ্যাটট্রিক করেছি, আর আমার তিন গোলেই দল জয় পেয়েছে।’

তবে ব্যাংকক গ্লাস এফসির মাঠে নিজের পারফরম্যান্সে অবাক চট্টগ্রাম আবাহনীর এই স্ট্রাইকার, ‘গোল করার লক্ষ্য তো অবশ্যই ছিল, কিন্তু ভাবতেই পারিনি হ্যাটট্রিক করতে পারবো। আজকের প্রতিপক্ষ শক্তিশালী ছিল, তারা থাই লিগের অন্যতম সেরা দল। ফিনিশিং ভালো হওয়ায় তিন গোল করতে পেরেছি।’

২০১০ এসএ গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক গোলদাতা সবুজের একটাই লক্ষ্য এখন। আগামী মঙ্গলবার লাওসের মাঠে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেও গোল করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি, ‘আজকের পারফরম্যান্স ধরে রাখতে চাই, লাওসের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দিতে চাই। লাওস ম্যাচে ফিনিশিং ভালো হলে আমরাই জিতবো। কোচ অ্যান্ড্রু ওর্ড তো আমার পারফরম্যান্সে দারুণ খুশি। লাওস ম্যাচেও আমাদের কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রত্যাশা তার।’

গত ১৯ জানুয়ারি জন্ম হয়েছে সবুজের প্রথম সন্তান তারাজ আলম রাফানের। জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক দুই মাস বয়সী ছেলেকে উৎসর্গ করলেন বাংলাদেশের জয়ের নায়ক। হ্যাটট্রিকের পর ছেলের কথাই সবচেয়ে বেশি মনে পড়েছে এই স্ট্রাইকারের।