বিশ্বকাপে তাদের দিকেও নজর থাকবে নেইমারের

ব্রাজিলিয়ান দুই সতীর্থ কৌতিনিয়ো ও হেসুসের দিকে নজর থাকবে নেইমারেরদরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। রাশিয়ার আসরে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর দিকেই বেশি নজর থাকবে ফুটবল বিশ্বের। নেইমারও এর বাইরে নন। তবে ব্রাজিলিয়ান তারকা আলাদাভাবে নজর রাখবেন আরও বেশ কয়েকজন খেলোয়াড়দের ওপর।

প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে পাওয়া অ্যাঙ্কেলের চোটে ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার এই মুহূর্তে চোট সারিয়ে ওঠার কাজ করছেন। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সেই সংশয় এখনও কাটেনি তার। তবে সেরে ওঠার ‍মিশনের সঙ্গে বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। রাশিয়ার আসরে নিজের দলের খেলোয়াড় তো আছেই, নেইমার নজরে রাখছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও।

বলার অপেক্ষা রাখে না সবার নজরে থাকবেন মেসি ও রোনালদো। নেইমারও তাদের জাদু দেখার অপেক্ষায়। তবে তার সঙ্গে জাতীয় দলের দুই সতীর্থ ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল হেসুসের দিকেও নজর তার। তালিকায় আরও আছেন মিশরের মোহাম্মদ সালাহ, বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন।

জাতীয় দলের দুই সতীর্থের ব্যাপারে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তে’কে বলেছেন, ‘অনেক ভালো মানের খেলোয়াড় আছে। এটা বিশ্বকাপ, যেখানে বিশ্বের সেরা নিয়েই কথা হবে। তবে (ফিলিপে) কৌতিনিয়ো ও (গাব্রিয়েল) হেসুস পার্থক্য গড়ে দিতে পারে। আশা করছি তারা পারবে।’ অন্য দেশের খেলোয়াড়দের কথা বলতে গিয়ে নেইমারের বক্তব্য, ‘মোহাম্মদ সালাহ বড় কোনও জাতীয় দলে খেলে না। তবে তার ভালো একটি বিশ্বকাপ হতে পারে। আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যেমন- এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন ও লুই সুয়ারেস।’

তাদের ভালো পারফরম্যান্স দেখতে চান নেইমার, তবে ব্রাজিলের বিপক্ষে যেন সেটা নয়, তাও জানিয়ে রাখলেন, ‘আশা করছি তারা ভালো করতে পারবে, চমৎকার একটি বিশ্বকাপ কাটবে। তবে আশা করছি সেটা ব্রাজিলের বিপক্ষে হবে না।’ বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে পিএসজি তারকার প্রত্যাশা, ‘এই দলটির অংশ হতে পেরে আমি আনন্দিত। আমার কাছে এই মুহূর্তে আমরা শক্তিশালী দল। (বিশ্বকাপ) জেতার জন্য মানসম্মত খেলোয়াড় আছে।’ গোল ডটকম