শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শনিবার শুরু

বাগেরহাটে শনিবার শুরু হচ্ছে চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট। বাগেরহাটে শনিবার শুরু হচ্ছে চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার দুপুরে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম মিলনায়তনে এই টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়।

উদ্বোধন উপলক্ষে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ও বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান।

বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের নামে চালু হওয়া এই টুর্নামেন্টে ভারতের একটি ক্লাব ও ঢাকার দুটি ক্লাবসহ মোট ১২টি জেলা দল অংশগ্রহণ করবে। দলগুলোর মধ্যে রয়েছে- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ওয়ারী ক্লাব, ঢাকার সাইফ পাওয়ার স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া চক্র, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্মৃতি সংসদ, মাগুরা জেলা দল, যশোর জেলা দল, সাতক্ষীরা জেলা দল, গোপালগঞ্জ জেলা দল, চুয়াডাঙ্গা জেলা দল, পাবনা জেলা দল, ঝিনাইদহ জেলা দল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল।

শনিবার বিকালে বাগেরহাট স্টেডিয়ামে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। উদ্বোধনী দিনে খেলবে যশোর জেলা দল ও সাতক্ষীরা জেলা দল। টুর্নামেন্টের বিজয়ী চ্যাম্পিয়ন দল ৫ লাখ টাকা ও রানার্সআপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। খেলায় প্রতিটি দলে  ৪ জন করে বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবে।