X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ২২:৫৬আপডেট : ২৭ মে ২০২৪, ০১:২৫

লিগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করলো। এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। অপেক্ষা ফুরালো ১০ বছরের। ২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিলো কলকাতা। যৌথভাবে সবচেয়ে কম তিন ম্যাচ হেরে আইপিএল শেষ করলো দলটি। ২০০৮ সালে সমান সংখ্যক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

দারুণ বোলিংয়ে হায়দরাবাদকে ১১৩ রানে অলআউট করে কলকাতা। তারপর ভেঙ্কটেশ আইয়ারের হাফ সেঞ্চুরিতে ৫৭ বল বাকি থাকতে তারা লক্ষ্যে পৌঁছে যায়। প্লে অফ বা নকআউটে বলের হিসাবে এটাই আইপিএলের সবচেয়ে বড় জয়।

১১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দলকে জয়ের বন্দরে নেন ভেঙ্কটেশ। ২৬ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে ক্রিজের অন্য প্রান্তে ৬ রানে খেলছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথম অধিনায়ক হিসেবে দুটি দলের সঙ্গে আইপিএলে চ্যাম্পিয়ন হলেন তিনি।

১৮.৩ ওভারে হায়দরাবাদকে ১১৩ রানে অলআউট করার পর কলকাতা ১০.৩ ওভারে ২ উইকেটে ১১৪ রান করে। দ্বিতীয় ওভারেই সুনীল নারিনকে (৬) শাহবাজ আহমেদের ক্যাচ বানান প্যাট কামিন্স। ১১ রানে প্রথম উইকেট হারানোর পর রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে বিস্ফোরক ব্যাটিং করেন ভেঙ্কটেশ। নবম ওভারে ভেঙে যায় ৯১ রানের জুটি। ৩২ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রানে এলবিডব্লিউ হন গুরবাজ। লক্ষ্য থেকে ১২ রান দূরে থাকতে ক্রিজে নামেন শ্রেয়াস।

এর আগে চেন্নাইয়ের চেপুকে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক ও আন্দ্রে রাসেলের বোলিং তোপে পড়ে হায়দরাবাদ। ইনিংসের পঞ্চম বলে অভিষেক শর্মাকে (৫) বোল্ড করেন মিচেল স্টার্ক। বিপজ্জনক ব্যাটার ট্র্যাভিস হেডকে তো দ্বিতীয় বল খেলতেই দিলেন না বৈভব অরোরা। অস্ট্রেলিয়ান ব্যাটার প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ হন। রাহুল ত্রিপাঠীও (৯) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। স্টার্কের বলে রমনদীপ সিংকে ক্যাচ দেন তিনি।

২১ রানে ৩ উইকেট হারানোর পর পাওয়ার প্লের শেষ ওভারে ১৭ রান দিয়ে বাজে বোলিংয়ের দৃষ্টান্ত তৈরি করেন বৈভব। বাকিটা সময় কলকাতার বোলারদের দাপট। ৭৭ রানে হায়দরাবাদের ৭ উইকেট পড়ে যায় আন্দ্রে রাসেলের বোলিংয়ে। টানা দুই ওভারে দুই উইকেট নেন উইন্ডিজ বোলার।

দলীয় ৯০ রানে হার্ষিত রানার বলে শেষ প্রতিষ্ঠিত ব্যাটার আইনরিখ ক্লাসেন (১৬) বিদায় নেন। প্যাট কামিন্স জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্কের হাতে জীবন পেয়ে দলীয় স্কোর একশ পার করেন। অবশ্য তারই হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হায়দরাবাদ অধিনায়ক। ১৯ বলে ২ চার ও ১ ছয়ে তার করা ২৪ রানই ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

কামিন্সকে ফিরিয়ে কলকাতার সেরা বোলার রাসেল। ২.৩ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট পান স্টার্ক ও বৈভব।

শুরুতেই বড় ধাক্কা দিয়ে হায়দরাবাদকে চেপে ধরায় ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। রেকর্ড দামে তাকে কেনার পর অনেকে প্রশ্ন তুলেছিল তার পেছনে ২৪ কোটি ৭৫ লাখ রুপি কেন খরচ করলো? সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার পেসার।

/এফএইচএম/
সম্পর্কিত
ভারতের সঙ্গে গম্ভীরের চুক্তি হয়ে গেছে, শিগগিরই ঘোষণা!
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি খেলতে ওয়ানডে ছাড়তে পারেন স্টার্ক
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
সর্বশেষ খবর
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
চামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
রংপুরে কোরবানিচামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!