‘পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া উচিত নেইমারের’

NEY-1170x658লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হতে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকলে তার সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে না মনে করেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রিভালদো।

বার্সেলোনায় ৫ বছরের ক্যারিয়ারে দুটি লা লিগা, কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জেতা রিভালদোর মতে, মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে পৌঁছাতে হলে স্পেনে ফিরতে হবে নেইমারকে।

১৯৯৯ সালে ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ী রিভালদো বলেছেন, ‘আমি আগেও বলেছি যে নেইমার বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।’ ২০০২ সালের বিশ্বকাপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার গ্লোবোস্পোর্তেকে আরও বলেন, ‘যাই হোক, আমি মনে করি সে যদি পিএসজিতে থাকে তাহলে সেই অর্জনটা হবে না তার।’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে পিএসজি ছাড়তে পরামর্শ দিলেন রিভালদো, ‘নেইমারকে পিএসজি ছাড়তে হবে। ফুটবলে সেরা হতে হলে আপনাকে স্পেনে খেলতে হবে। পরিস্থিতি বিবেচনায় বার্সা তার জন্য কঠিন হবে। তার কাছের লোকদের মাধ্যমে তথ্য পেয়েছি এবং সর্বশেষ জানতে পেরেছি, ভবিষ্যতে নেইমার রিয়ালেই যেতে পারে।’

রিয়ালে গেলেই বিশ্ব সেরা হওয়ার দরজা খুলে যাবে নেইমারের, এই বিশ্বাস রিভালদোর, ‘আমি বিশ্বাস করি রিয়ালে গেলে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে।’ মার্কা, গোল ডটকম