শেষ ম্যাচে ‘মর্যাদার লড়াই’ আবাহনীর

ম্যাচের আগের দিন দুই কোচের করমর্দন, পাশে দুই অধিনায়ক। ছবি-বাফুফেএএফসি কাপের পরবর্তী পর্বে খেলার সম্ভাবনা শেষ আগেই। শেষ ম্যাচ ঢাকা আবাহনীর জন্য শুধুই ‘মর্যাদার লড়াই’। বুধবার সেই লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

বেঙ্গালুরুর মাঠে আগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল আবাহনী। এবার ভালো খেলার লক্ষ্য তাদের কোচ সাইফুল বারী টিটুর। মঙ্গলবার বাফুফে ভবনে  সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা শেষ ম্যাচে ভালো খেলতে চাই। আমাদের হারানোর কিছু নেই। মালদ্বীপে পাঁচ গোলে হারের যন্ত্রণা কিছুতেই ভুলতে পারছি না। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে পয়েন্ট পাওয়া সম্ভব।’

সাসপেনশনের কারণে ফরোয়ার্ড সানডে চিজোবা এবং দুই ডিফেন্ডার এলিসন উদোকা ও আতিকুর রহমান ফাহাদ খেলতে পারবেন না এই ম্যাচে। প্রথম একাদশের তিন জনকে হারিয়ে টিটু চিন্তিত, ‘তিন জন খেলোয়াড় নেই, তাই ভালো খেলা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। প্রতিপক্ষ নিঃসন্দেহে শক্তিশালী দল। আমরা ভালো খেলার চেষ্টা করবো।’

ভারতের সেরা স্ট্রাইকার ও অধিনায়ক সুনীল ছেত্রী সহ পুরো শক্তির দল নিয়ে ঢাকায় এসেছে বেঙ্গালুরু। আবাহনীকে হারালে তাদের গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনা উজ্জ্বল। বেঙ্গালুরুর কোচ আলবার্তো রোকা বলেছেন, ‘গ্রুপ পর্ব পেরোতে হলে এই ম্যাচ জিততেই হবে আমাদের। তবে আবাহনীকে হারানো সহজ হবে না।’

গত বছর এএফসি কাপেই ঢাকার মাঠে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। সেই জয় এবার লিগ চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত করবেই।