৩২ দলের অঙ্ক

দুই আসর পর সৌদি আরবের ফেরা

২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। এবার থাকছে ‘এ’ গ্রুপে থাকা সৌদি আরবকে নিয়ে-

সৌদি আরব ফুটবল দল২০১০ ও ২০১৪ বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি সৌদি আরব। দুই আসর দর্শক হয়ে কাটিয়ে আসার পর রাশিয়ার ফুটবল মহাযজ্ঞ দিয়ে আবার ফিরছে এশিয়া অঞ্চলের দেশেটি। বার্ট ফন মারউইকের অধীনে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সৌদি আরব। ভাগ্যেরও কিছুটা সহায় আছে এজন্য। আগেই রাশিয়ার প্রতিযোগিতা নিশ্চিত করা জাপানের বিপক্ষে তৃতীয় রাউন্ডের শেষ দিনে পাওয়া জয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় তারা। যাতে অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হওয়ার পরও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা পায় সৌদি আরব।

তবে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার কিছুদিন পরই ফন মারউইকের জায়গায় বসেন সাবেক আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসা। তিনিও বেশিদিন থাকতে পারেননি, এখন সৌদি বিশ্বকাপে খেলতে নামছে চিলির সাবেক কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির অধীনে।

একনজরে:

অধিনায়ক: ওসামা হাউসায়ি

কোচ: হুয়ান আন্তোনিও পিজ্জি

ডাকনাম: দ্য গ্রীন ফালকনস

র‌্যাংকিং: ৬৭ (৭ জুন পর্যন্ত)

ফিরে দেখা বাছাই পর্ব:

সেপ্টেম্বর ২০১৬: থাইল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবকে দিতে হয় কঠিন পরীক্ষা। যদিও এই পরীক্ষায় কোনও মতে উতরে যায় তারা ৮৪ মিনিটে আল আবেদের দেওয়া পেনাল্টি গোলে।

অক্টোবর ২০১৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট ভাগাভাগি করে তারা। শুরুতে এগিয়ে গেলেও উল্টো অস্ট্রেলিয়া ৭১ মিনিটে লিড নেয় ২-১ ব্যবধানে। তবে মিনিট আটের পর সমতায় ফিরে পয়েন্ট ভাগাভাগি করে ফন মারউইকের দল।

সেপ্টেম্বর ২০১৭: বাছাই পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ঘরের মাঠে জিতলেই রাশিয়ার টিকিট নিশ্চিত, এই সমীকরণ মিলিয়ে দেয় সৌদি আরব ১-০ গোলের জয়ে। যদিও বিশ্বকাপ নিশ্চিতের একদিন পরই পদত্যাগ করেন ফন মারউইক।

সৌদি আরবের বিশ্বকাপ গ্রুপ:

‘এ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, স্বাগতিক রাশিয়া ও মোহাম্মদ সালাহর মিশর।

রাশিয়ার বিশ্বকাপ সূচি:

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সৌদি আরব, প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। ১৪ জুনের ওই ম্যাচের পর ২০ জুন খেলবে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন তাদের প্রতিপক্ষ মিশর।

১৪ জুন: রাশিয়া

২০ জুন: উরুগুরে

২৫ জুন: মিশর

নওয়াফ আল আবেদনজরে থাকবেন:

নওয়াফ আল আবেদ: ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে পাঁচবার লক্ষ্যভেদ করেছেন নওয়াফ। রাশিয়ার মূল পর্বে নামার আগেও আছেন ফর্মে। আল-হিলালের হয়ে খেলা এই মিডফিল্ডারের দিকেই তাকিয়ে থাকবে সৌদি আরব।

ফুটবল মহাযজ্ঞে থাকছেন না:

২০১৪ সালের এশিয়ার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন নাসের আল শামরানি। তবে বাছাই পর্বে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

শক্তি: রক্ষণ ও আক্রমণভাগ।

দুর্বলতা: মাঝমাঠ ঠিকমতো গুছিয়ে নিতে পারেননি পিজ্জি।

ভবিষ্যদ্বাণী: গ্রুপ পর্ব।

সৌদি আরবের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: ইয়াসির আল মোসাইলেম, আসাফ আল-কারনি, আবদুল্লাহ আল-মাইউফ, মোহাম্মদ আল-ওয়াইস।

ডিফেন্ডার: ওসামা হাউসায়ি, মনসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোতাজ হাউসায়ি, সাঈদ আল মওয়ালাদ, মোহাম্মদ আল-ব্রেইক, মোহাম্মদ জাহফালি, আলী আল বুলাইহি।

মিডফিল্ডার: তাইসার আল-জসিম, ইয়াহইয়া আল-শেহরি, নওয়াফ আল-আবেদ, সালমান আল-ফারাজ, আবদুলমালেক আল-খাইবরি, সালেম আল-দোউসারি, হুসাইন আল-মোগাহি, আবদুল্লাহ ওতায়েফ, মোহাম্মদ কান্নো, মোহাম্মদ আল-কিইকবি, আবদুল্লাহ আল-খাইবারি, হাতান বাহেবরি।

ফরোয়ার্ড: ফাহাদ আল-মুওয়াল্লাদ, মোহাম্মদ আল-শাহলাই, মুহান্নাদ আসাইরি।