রিপোর্টিংয়ে সাফ ফুটবলে ভালো করার প্রত্যয়

রিপোর্টিংয়ের আগে ফুটবলারদের করমর্দন। ছবি-বাফুফেশনিবার দুপুর থেকে বাফুফে ভবন ফুটবলারদের হাসি-উচ্ছ্বাসে মুখরিত। উপলক্ষ্য এশিয়ান গেমস ও সাফ ফুটবলের জন্য রিপোর্টিং।

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। পরের মাসে ঘরের মাঠে সাফ ফুটবলের লড়াই। দুটো টুর্নামেন্টে ভালো করতে বেশ আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-সবুজের দল।

জুনের প্রথম সপ্তাহে নতুন বৃটিশ কোচ জেমি ডে’র আসার কথা। তবে রবিবার সকাল থেকে সহকারী কোচ মাহবুব হোসেন রক্সির অধীনে বিকেএসপিতে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। রক্সি  বলেছেন, ‘আমাদের লক্ষ্য সাফ ফুটবলে ভালো করা। আর এই লক্ষ্যপূরণে আমরা অনুশীলন করবো।’

জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার মামুন মিয়ার দৃষ্টিও ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত সাফ ফুটবলের দিকে, ‘আমরা গত তিনটি সাফ ফুটবলে ভালো ফল করতে পারিনি। এবার দেশের মাটিতে খেলা, তাই আমরা ভালো কিছু উপহার দিতে চাই দেশকে। ঘরের মাঠে খেলা বলে আমরাই ফেভারিট।’

সাফ ফুটবলের আগে প্র্যাকটিস ম্যাচ খেলার ওপর জোর দিয়ে মামুনের মন্তব্য, ‘সাফ ফুটবল শুরুর আগ পর্যন্ত ক্যাম্প চালিয়ে যেতে হবে, যত বেশি সম্ভব  ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে। বিশেষ করে আমাদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারলে ভালো হয়।’

তরুণ ফরোয়ার্ড আবু সুফিয়ান সুফিলের কণ্ঠেও সাফ ফুটবলে ভালো করার প্রত্যয়, ‘দেশের মাঠে খেলা, তাই আমরা উজ্জীবিত। সাফ ফুটবলে ভালো করতেই হবে, আর সেজন্য আমরা ঐক্যবদ্ধ।’