এখনও শতভাগ ফিট নন নেইমার

নেইমারব্রাজিলের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহের মতো বাকি। শতভাগ ফিটনেস পাওয়ার জন্য এখনও লড়ছেন দলটির প্রাণভোমরা নেইমার।

ব্রাজিলের তারকা স্বীকার করেছেন, এখনও শতভাগ ফিট নন তিনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইনজুরিতে ছিটকে যান নেইমার। পায়ের পাতার মেটাটারসালের অস্ত্রোপচারে তিন মাস হয়ে গেল মাঠের বাইরে তিনি।

কয়েক দিন আগে হালকা অনুশীলন শুরু করেছেন নেইমার। জিমে ব্যায়াম করতে দেখা গেছে তাকে। আগামী ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখার প্রত্যাশা ছিল। কিন্তু সবশেষ খবরে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড জানালেন, এখনও পুরো ফিটনেস ফিরে পাননি।

নেইমার বলেছেন, ‘আমি এখনও শতভাগ ফিট হতে পারিনি। সময়ের সঙ্গে এটা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় এখনও অস্বস্তি আছে। আমার ফিরতে আরও কিছুদিন সময় লাগবে।’

শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলতে আশাবাদী নেইমার, ‘আমি খেলার জন্য প্রস্তুত। কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না। ভয়ের কারণ হলো আমি তিন মাস ধরে মাঠে নেই, কিন্তু এটা আমাকে থামাতে পারবে না।’ গোল ডটকম