সালাহকে প্রথম ম্যাচে পেতে আশাবাদী মিশর কোচ

r384140_1296x729_16-9

সুখবরের আভাস পাওয়া যাচ্ছে মিশরের বিশ্বকাপ ক্যাম্পে। সেটা দিলেন কোচ এক্তর কুপের। শুক্রবার উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মোহাম্মদ সালাহকে পেতে আশাবাদী তিনি।

এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাননি কুপের। বৃহস্পতিবার ট্রেনিং সেশন শেষে কোনও একটা মতামত দেবেন কোচ। ইকাতেরিনবার্গে দুইবারের সাবেক চ্যাম্পিয়নদের মোকাবিলার আগে দলের প্রাণভোমরাকে শেষবার পরখ করে দেখবেন তিনি।

ফেসবুকে সালাহকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কুপের, ‘আমি আশাবাদী সে আমাদের সঙ্গে থাকবে। আমি মনে করি খেলায় অংশ নেওয়ার দারুণ একটা সুযোগ আছে তার। বল নিয়ে সে ট্রেনিংয়ে ছিল। গত কয়েক দিনের চেয়ে তার অবস্থা এখন উন্নত।’

বুধবার ফোনে জাতীয় দলের ম্যানেজার ইহাব লাহেতা রয়টার্সকে বলেছেন, ‘কাল (বৃহস্পতিবার) চিকিৎসক দল সালাহর অবস্থা নিয়ে একটি সমন্বিত রিপোর্ট দেবেন। আর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছেন না কোচ।’

গত ২৬ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কাঁধের চোটে শঙ্কায় পড়েছিলেন সালাহ। এখন তাকে নিয়ে কোচের আশাবাদী বক্তব্য বেশ খুশি করেছে ভক্তদের। মাঠে নামলে সেই খুশির মাত্রা বেড়ে যাবে দ্বিগুণ, আর উরুগুয়ের জন্য হয়তো সেটা হবে বেশ ভীতিকর। ইএসপিএনএফসি