বিশ্বকাপের উৎসবে রঙিন বাংলাদেশ (ফটো স্টোরি)

ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের প্রতিযোগিতা নয়, একটা উৎসব। সেই উৎসবের রেণু ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঈদের খুশির সঙ্গে এটা দ্বিগুণ করেছে আনন্দ। ভক্তরা টানিয়েছেন প্রিয় দলগুলোর পতাকা, আর এই বিশ্বকাপই পুঁজি হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া শ্রমিকদের। বোঝাই যায় বিশ্বকাপ শুধু ৩২ দেশের নয়, এটা সবার। ঈদের নতুন জামাকাপড়ের সঙ্গে এখন অনেকে কিনছেন পতাকা, সঙ্গে প্রিয় দলের জার্সি। এমনকি উপহার হিসেবেও কেউ কেউ দিচ্ছেন রঙিন জার্সি। কে কত বড় পতাকা তৈরি করে সেই প্রতিযোগিতাও চলছে ভক্ত-সমর্থকদের মধ্যে। 

রাজু ভাস্কর্যের সামনে দুই পতাকা বিক্রেতা

বাসা-বাড়ির বারান্দায় উড়ছে পতাকা

বেশ ভালো বেচাকেনা হচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশের পতাকা

জার্সিতে নম্বর বসানোর কাজ চলছে

জার্সিতে নিজের নামও বসাচ্ছেন কেউ কেউ

ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার চাহিদা কতটা, বোঝাই যাচ্ছে

পতাকার বাজার সরগরম

পতাকার বেচাকেনা চলছে পুরোদমে

রাস্তার উপরে ঝুলছে বড় পতাকা

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার সাজে টুপি