বিশ্বকাপ ফুটবল: মস্কোর পথে পথে (ফটো স্টোরি)

বিশ্বকাপ মানেই উৎসব। চার বছর পর বিশ্বকাপ নিয়ে আবার মেতে উঠেছে সবাই। রাশিয়া এখন উৎসবের দেশ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে এক মাসের ফুটবল মহাযজ্ঞ। স্টেডিয়ামের বাইরের আয়োজনও কম বর্ণিল ছিল না। বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক নাসিরুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে তেমনই কিছু রঙিন মুহূর্ত।

1বিশ্বকাপের অন্যতম আকর্ষণ সমর্থক। ভক্তদের অংশগ্রহণে প্রাণোচ্ছল হয়ে ওঠে ফুটবলের শ্রেষ্ঠ আসর। বিশ্বকাপ উন্মাদনার অংশীদার হতে পেরে দারুণ খুশি তিন ভক্ত।

2রণ-পা নিয়ে এই তরুণীও বিশ্বকাপ উৎসবে শামিল। তার এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে অনেকের।

3বিশ্বকাপে সেরা সাফল্য ব্রাজিলের। পাঁচবারের চ্যাম্পিয়নদের সমর্থকরা ট্রফি ছাড়া কিছু বুঝতেই চান না!

4‘অদ্ভুত’ মুখোশধারীদের সঙ্গে ছবি তুলতে পেরে দারুণ খুশি এক আর্জেন্টাইন সমর্থক।

5ইতিহাসের সাক্ষী হতে মস্কোর রাস্তায় ভিড়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছেন তারা।

6উৎসব-উচ্ছ্বাসের মাঝে নিরাপত্তার কথাও চিন্তা করতে হয় এখন। উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

7সুরের মূর্চ্ছনায় ফুটবল ভক্তদের মন জয় করার চেষ্টা। মস্কোর পথে পথে বিশ্বকাপকে স্বাগত জানাতে ছিল এমন আয়োজন।

8আর্জেন্টিনার এক সমর্থকের হাতে রং করছে এক শিশু। ছোট্ট শিশুর কাছ থেকে এমন উপহার পেয়ে দারুণ খুশি মেসির দেশের ভক্ত।

9উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে সমর্থন দিতে এসেছেন তারা।

10মুখে রাশিয়ার পতাকার রং, তিন জনের জন্য তৈরি বিশেষ জার্সিতেও বিশ্বকাপ আয়োজকদের পতাকার আদল।

11হাতে মেক্সিকোর পতাকা আর মাথায় পালকের মুকুট পরে এক ভক্ত।

12এই শিশুটিও এসেছে ফুটবল উৎসবের অংশীদার হতে, তার গালে তেরঙা রুশ পতাকা।