সালাহকে আটকাতে আত্মবিশ্বাসী রাশিয়া কোচ

mohamed-salah-egypt-2018_98kiae7klg151pv95qch6gwipবিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলে জয় উৎসব করেছিল রাশিয়া। কোচ স্তানিস্লাভ চেরচিয়েসোভের বিশ্বাস, এটা ধরে রাখবে তার দল। পরের চ্যালেঞ্জে মিশরকে ভোগাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে স্বাগতিকরা।

মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া মুখোমুখি হবে উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা মিশর। ওই ম্যাচে ফিট থাকলেও ঝুঁকি নিতে চাননি বলে সালাহকে রাখেননি কোচ। তবে রাশিয়ার বিপক্ষে তাকে একাদশে দেখার আভাস মিলেছে। তাই সাফল্য ধরে রাখতে লিভারপুল ফরোয়ার্ডকে আটকানোর পরিকল্পনা চেরচিয়েসোভের।

দ্বিতীয় ম্যাচে সালাহ ফিট- এই খবর শোনার পর সংবাদ সম্মেলনে চেরচিয়েসোভের বক্তব্যে ঘুরেফিরে এলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। দলের ওপর আস্থা রেখে রাশিয়া কোচ বলেছেন, ‘আমি কী বলতে পারি? আমার দলের ওপর আস্থঅ আছে। আমার খেলোয়াড়দের আমি বিশ্বাস করি এবং একটা সহজ উত্তর আপনাদের দিব- আমরা এটা করতে প্রস্তুত এবং করব।’

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়কের চ্যালেঞ্জে ইনজুরিতে পড়ে ছিটকে যান লিভারপুলের প্রাণভোমরা। সালাহ মাঠে ফিরলে তাকে আটকাতে কি ‘ইচ্ছা করে’ এমন আগ্রাসী কৌশলের দিকে যাবে রাশিয়া? চেরচিয়েসোভের জবাব, ‘রামোসের মতো আচরণ কি কেউ করবে? আমি প্রশ্নটা বুঝিনি। আমি দেখলাম চ্যাম্পিয়নস লিগে সে কাপ ধরে আছে, কাল (মঙ্গলবার) তো কোনও কাপ থাকবে না। আমি বিশ্বাস করি রামোস উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করেনি। এই খেলায় গায়ে গা লাগতে পারে। আমি মনে করি, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ অন্য দলের কাছে ইনজুরিতে পড়ে না।’

রাশিয়ার রক্ষণভাগ অতিক্রম করলেও সালাহর সামনে শেষ বাধা হয়ে দাঁড়াবেন গোলরক্ষক ও অধিনায়ক ইগোর আকিনফেভ। বারবার সালাহকে নিয়ে প্রশ্ন ওঠায় সংবাদ সম্মেলনে একটু বিরক্ত কোচের পাশে বসা এই রুশ তারকা, ‘সবার প্রথমে আমি আপনাদের বলব আমার দল সম্পর্কে। আমি বিশ্বাস করি রাশিয়ান দলের প্রতি আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। আমাদের নিজস্ব পরিকল্পনা ও মিশন আছে। আর আমাদের বিপক্ষে কেবল সালাহ খেলবে না। তাদের দলে আরও ২০ জনের বেশি খেলোয়াড় আছে। আমরা দেখব কী হয়।’ গোল ডটকম