‘নেইমারকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’

iসুইজারল্যান্ডের বিপক্ষে রবিবার বিশ্বকাপে ১-১ গোলে ব্রাজিলের ড্রয়ের পরের দিন অনুশীলনে ছিলেন না নেইমার। তবে দলের চিকিৎসক জানান, এনিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

সুইসদের বিপক্ষে ওই ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন নেইমার। ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে পিএসজি স্ট্রাইকার লিখেছেন, ‘অনেক পরিশ্রম করছি।’

সোমবার শুধু নেইমার নন, অনুশীলনে ছিলেন না পাউলিনিয়ো ও থিয়াগো সিলভা। অবশ্য জিমে ছিলেন তারা এবং ফিজিওর সঙ্গে কাজ করেছেন। দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার বলেছেন, ‘(এটা নিয়ে) দুশ্চিন্তার কিছু নেই। ম্যাচের পর এমনটা স্বাভাবিক।’

সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেওয়া ফিলিপে কৌতিনিয়োর মতে, সামনেও তাদের লক্ষ্য বানাবে প্রতিপক্ষরা। বার্সেলোনার তারকা বলেছেন, ‘হ্যাঁ, সুইজারল্যান্ড আমাদের অনেক আক্রমণ করেছে। কিন্তু সব ম্যাচেই এমন হবে। আমি মনে করি। নেইমার ঠিক আছে। কিন্তু ম্যাচের সময় খেয়াল করলে দেখবেন মাঝেমধ্যে প্রতিপক্ষরা অপ্রয়োজনীয় ফাউল করে।’

আগামী শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে খেলবে ব্রাজিল। ইএসপিএনএফসি