মস্কোর মাঠের বাইরের ‘মাঠ’ (ফটো স্টোরি)

বিশ্বকাপ মানেই উৎসবের নানা রং। ভক্তদের নানা রং বর্ণিল করে তুলছে রাশিয়াকে। আয়োজক হিসেবে রাশিয়াও পিছিয়ে নেই ভক্তদের মন ভরিয়ে দিতে।  ফুটবলপ্রেমীদের জন্য মস্কো স্টেট ইউনিভার্সিটির ভেতরেই অনেকগুলো এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে ফিফা ফ্যান ফেস্ট। এ যেন মাঠের বাইরে ক্ষুদ্র আরেকটি ‘মাঠ’। বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক নাসিরুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে তেমনই কিছু মুহূর্ত।

35477446_10214373579031660_1704684391072006144_nমস্কো স্টেট ইউনিভার্সিটির ভেতরে ভক্তরা ভিড় করেন। নিজ নিজ পছন্দের দলের পতাকা হাতে ও জার্সি পরে জড়ো হতে থাকেন ফুটবলপ্রেমীরা।

35478712_10214373581071711_7028184994551955456_nমস্কো বিশ্ববিদ্যালয়ে একাধিক এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। যেদিকেই ঘুরে দাঁড়ান, খেলা আপনার সামনেই থাকবে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার অনেকে শুয়ে খেলা দেখছেন এখানে। মাঠে বসে খেলা দেখতে ফ্যান আইডি ও খেলার টিকিট লাগে, আর এখানে লাগে ফ্যান আইডি।

35728675_10214373577271616_1457306975040700416_n

রাশিয়ান ভক্তদের একাংশ। এভাবেই খেলা দেখছেন মাঠের বাইরে স্থাপন করা ফ্যান জোনে। 35533766_10214373576431595_7917150908796895232_n

রাশিয়ান ভক্তদের উল্লাস। স্বাগতিক দর্শক বলেই উল্লাসের মাত্রা তাদের বেশি। আয়োজক হিসেবে রাশিয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলোর পথ।

35629147_10214373575471571_4652104293497700352_n উল্লাসে মাতোয়ারা দুই রুশ তরুণী। রাশিয়ান পতাকা হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে একজনকে। 

35779235_10214373577231615_7351196986529284096_nযে যেভাবে পারছেন উল্লাস করছেন রাশিয়ার হয়ে। কেউ পতাকা গায়ে দিয়ে, কেউ জার্সি নিয়ে। আবার কেউ কেউ বুনো ভঙ্গিতেও ছিলেন।

35726218_10214373579631675_7450643239121453056_nখেলার বাইরে স্থাপন করা মাঠে যে যেভাবে পেরেছেন খেলা দেখেছেন। তাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কেউ। স্ক্রিনের সামনে ছবি তুলতে আগ্রহী দুই রাশিয়ান তরুণী। 

35634048_10214373580591699_3234384513060569088_nস্বদেশের সমর্থনে পতাকা আঁকিয়ে নিচ্ছেন এক রাশিয়ান তরুণী। উল্লাসের সঙ্গী হতে চান সবাই। 

35629072_10214373576871606_4428460243973832704_nটিভি স্ক্রিনে চলছে ম্যাচ। সবাই তাকিয়ে আছে রাশিয়ার ম্যাচের দিকে। এমন অনেক স্ক্রিন রয়েছে মস্কোতে।