ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

ব্রাজিলের অনুশীলনে নেইমার। ছবি: সিবিএফ টুইটারকোস্টারিকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ দলের সেরা অস্ত্র নেইমারের খেলা নিয়ে জন্মে সংশয়ের মেঘ! অ্যাঙ্কেলের চোট তার অনুশীলনে বাধা হয়ে দাঁড়ায়। তবে বুধবার খুশির খবরই দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমারের অনুশীলনে ফেরার খবর নিশ্চিত করেছে সংস্থাটি।

শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য। কিন্তু তার প্রস্তুতিতে বড় ধাক্কা খায় সেলেসাওরা নেইমারের চোটে। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০বার ফাউলের শিকার নেইমার সোমবার অনুশীলনেই আসতে পারেননি। মঙ্গলবার এলেও কিছু সময় অনুশীলন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাড়েন মাঠ।

তাতে সংশয়ের মেঘ জন্মে ব্রাজিলের আকাশে। এই অ্যাঙ্কেলের চোটেই বিশ্বকাপের আগে মাস তিনেকের মতো মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। আবারও একই সমস্যায় নেইমারের বিশ্বকাপ পড়ে যায় শঙ্কায়। যদিও শঙ্কার মেঘ কেটে গেছে সিবিএফের টুইটে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা নিশ্চিত করেছে, নেইমারের অনুশীলনে ফেরার খবর।

পিএসজি তারকার অনুশীলন করার ভিডিও পোস্ট করে সিবিএফ লিখেছে, ‘বুধবার সোচিতে অনুশীলন করেছে নেইমার। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি চলছে।’

সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করা ব্রাজিল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে খেলবে কোস্টারিকার বিপক্ষে। আর ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে মস্কোতে। গোল ডটকম