একাদশ নিয়ে এখনও ভাবছে আর্জেন্টিনা

অনুশীলনে আগুয়েরো-মেসিরাআইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই আর্জেন্টিনার দল ঘোষণা করেছিলেন হোর্হে সাম্পাওলি। দ্বিতীয় ম্যাচের আগে তেমন কিছু ঘটল না। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে কাদের খেলাবেন, এখনও ভাবছেন কোচ।

প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে হোঁচট খাওয়ায় আর্জেন্টিনা এখন চ্যালেঞ্জের মুখে। নকআউটে উঠতে হলে জিততেই হবে দ্বিতীয় ম্যাচ। এই কঠিন মিশনে কারা থাকছে প্রশ্নে সাম্পাওলি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘লাইনআপ আমি আপনাদের দিতে পারছি না। কারণ, আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।’

প্রতিপক্ষের আক্রমণের কথা ভেবে রক্ষণে জোর দিতে চান সাম্পাওলি। আর মেসি যেন নিজের মতো করে খেলতে পারেন সেটাকে গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘মেসি যেখানে আড়ষ্ট থাকবে না এমন একটা জায়গা খোঁজা হচ্ছে। একটি দল হিসেবে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। যদি দুই বা তিনজন খেলোয়াড় মেসিকে ঘিরে রাখে, তাহলে অন্য খেলোয়াড়রা জায়গা পাবে। এটা আরও জায়গা ও সুযোগ তৈরি করবে। তাই আমরা এমন খেলোয়াড় চাই, যারা এই সুযোগ নিতে পারবে। আইসল্যান্ডের বিপক্ষে অনেক খেলোয়াড় তাকে ঘিরে রেখেছিল।’

বার্সেলোনা ফরোয়ার্ড স্বরূপে ফিরবেন বলে আশাবাদী সাম্পাওলি, ‘আশা করছি গত কয়েক দিনে আমরা ঠিক উত্তর পেয়ে গেছি। লিও তার স্বরূপে ফিরবে। যদি সে নিজের মতো করে নাও খেলতে পারে আশা করব তখন অন্য খেলোয়াড়রা পারবে।’ গোল ডটকম