কান্নার ব্যাখ্যা দিলেন নেইমার

ইনস্টাগ্রামে আবেগের ব্যাখ্যা দিলেন নেইমারকেইলর নাভাসের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম ৯০ মিনিট গোল করতে পারেনি ব্রাজিল। নেইমার নষ্ট করেন কয়েকটি সুযোগ। তবে ইনজুরি সময়ে ফিলিপে কৌতিনিয়ো ও তার গোলে কোস্টারিকাকে হারিয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রেখেছে সেলেসাওরা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর দারুণ জয়ের উল্লাসে মাতে ব্রাজিল। কিন্তু নেইমার ছিলেন ব্যতিক্রম। মাঠেই হাঁটু গেড়ে বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে দেখা যায় পিএসজির স্ট্রাইকারকে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই এই আবেগকে ‘বাড়াবাড়ি’ হিসেবে দেখেছেন কেউ কেউ। ম্যাচ শেষে এনিয়ে কোনও কথা না বললেও তিনি ব্যাখ্যা দিলেন ইনস্টাগ্রামে।

ইনজুরিতে পড়ে বিশ্বকাপের আগে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। ফিটনেসের কঠিন পরীক্ষা দিয়ে জায়গা করে নিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে দুটি গোল করার পর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পেলেন গোল।

এই কঠিন পথ পাড়ি দেওয়ার পর সাফল্য পেয়ে আবেগ সামলাতে পারেননি নেইমার। লোকজনের সমালোচনার জবাবে তিনি লিখেছেন, ‘এখানে আসতে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেটা সবাই জানে না। কথা বলা সস্তা, এমনকি তোতা পাখিও বলতে পারে। কিন্তু কিছু করে দেখানো…. সেটা কম লোকই পারে!’

কান্নার কারণ তিনি জানালেন পরের লাইনে, ‘এই কান্না আনন্দের, সমস্যা উতরে যাওয়া, ইচ্ছাশক্তির এবং জয়ের আকাঙ্ক্ষার। আমার জীবনে কোনও কিছু সহজে হয়নি, এখনও হবে না, ঠিক!’

শিরোপার স্বপ্নে বিভোর নেইমার, ‘স্বপ্ন এখনও দেখছি; স্বপ্ন নয়, একটি মিশন। অভিনন্দন ছেলেরা, তোমরা সেরা।’ ইএসপিএনএফসি