প্রথমার্ধে এক গোলে পিছিয়ে জার্মানি

tl5ilfpwliay6md1rfmgগোছালো রক্ষণভাগ আর দারুণ কাউন্টার অ্যাটাকে জার্মানিকে প্রথমার্ধে হতাশ করেছে সুইডেন। ১-০ গোলে বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে বিরতিতে গেছে তারা।

মাত্র ৩ মিনিটে জার্মানদের দারুণ একটি সুযোগ নষ্ট করে দেয় সুইডেন। বার্নারের হেডে বক্সের মাঝে বেশ জায়গা নিয়ে পায়ে বল পান ড্র্যাক্সলার। জোরে শটও নেন তিনি লক্ষ্যে। কিন্তু গ্রাঙ্কভিস্ত পিঠ দিয়ে ঠেকিয়ে তাকে লক্ষ্যভ্রষ্ট করেন।

৬ মিনিটে ফোর্সবার্গের দারুণ চেষ্টা রুখে দেয় জার্মানির ডিফেন্ডাররা। ৯ মিনিটে রয়েসের ক্রস থেকে বার্নার বল পেলেও লিন্ডেলফ কর্নারে পরিণত করেন।

সুইডেন সুবর্ণ সুযোগ পায় ১২ মিনিটে। জার্মান রক্ষণ ভেদ করে ডিবক্সে ঢুকে গিয়েছিলেন বার্গ, কিন্তু মানুয়েল নয়ার ও বোয়াটেংয়ের মাঝে পড়ে যান তিনি। গত বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের সামনে গিয়ে সময়মতো লক্ষ্যে শট নিতে পারেননি বার্গ। নয়ার আটকে দেন তাকে।

এই চেষ্টায় জার্মানির রক্ষণভাগের ফাঁক ধরে ফেলে সুইডিশরা। ৩২ মিনিটে পা থেকে বল হারালে ক্লাসেনের অ্যাসিস্টে ডান দিক থেকে টোইভনেন বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন। তারপর নয়ারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে সুইডেনকে এগিয়ে নেন তিনি।

৩৯ মিনিটে দুইবার জার্মানির চেষ্টা রুখে দেন সুইডিশ গোলরক্ষক ওলসেন। গুন্ডোগানের প্রথম শট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ম্যুলার আবার ফিরতি শট নেন। এবার বল গোলবারের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

বোয়াটেং ৪৫ মিনিটে দূর থেকে শট নিলেও ভাগ্য সহায় হয়নি জার্মানদের। গোলবারের পাশ দিয়ে বল জায়গা করে নেয় মাঠের বাইরে। বরং ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে লারসনের ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে হেড করেছিলেন বার্গ। কিন্তু নয়ার তার দক্ষতাকে কাজে লাগিয়ে রুখে দেন ৯ নম্বর জার্সিধারীকে।