পগবার শেষ বিশ্বকাপ!

paul-pogbacropped_s74664j0ljxe150wma2lj1jr3আর কখনও বিশ্বকাপে খেলা হবে না ধরে নিয়েই রাশিয়াতে সাফল্যের দেখা পেতে মরিয়া ফ্রান্সের সমালোচিত মিডফিল্ডার পল পগবা।

এই বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে অবদান রাখতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা। ‘বাস্তবতা’ চিন্তা করে এই বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ মনে করছেন পগবা।

‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও পেরুকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ইউরোতে ফাইনালে উঠেও পর্তুগালের কাছে শিরোপা হারানোর আক্ষেপে পুড়তে হয়েছিল তাদের। এবার বিশ্ব আসরে ব্যর্থ হতে চান না পগবা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের ঘাম ঝরানো জয়ে দ্বিতীয় গোলে অবদান ছিল পগবার। ওই ম্যাচে তার শটে আত্মঘাতী গোল করতে বাধ্য হন বেহিচ। মঙ্গলবার ডেনমার্কের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে গোল করে অবদান রাখতে চান ২৫ বছর বয়সী মিডফিল্ডার।

মিডিয়ায় প্রায় সময় সমালোচিত পগবা বলেছেন, ‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। আমরা জানি না। আমি নিজের খেলা সত্যিই উপভোগ করছি। সমালোচকদের আমি ভুলে যেতে চাই, মাঠের পারফরম্যান্স দিয়ে চাই জবাব দিতে।’

এই বিশ্বকাপে তার আকাঙ্ক্ষার কথা জানালেন ম্যানইউ তারকা, ‘আমার জার্সি, দল ও ফ্রান্সের জন্য আমি সর্বোচ্চটা দেই। আমি সত্যিই এই বিশ্বকাপ জিততে চাই।’

কাতার বিশ্বকাপে বয়স হবে ২৯, তারপরও এটাই শেষ বিশ্বকাপ মনে করার কারণ ব্যাখ্যা করলেন পগবা, ‘আমি বাস্তবতা চিন্তা করে বলছি এটা আমার শেষ বিশ্বকাপ হতে পারে। আমরা কেউ জানি না কাল কী হতে যাচ্ছে, হয়তো ইনজুরিতে পড়লাম কিংবা অন্য খেলোয়াড়রা আমার চেয়ে ভালো পারফর্ম করল। কিন্তু আমি যে কারও চেয়ে ভালো করতে আশাবাদী। কেউ কেউ তো তাদের ক্যারিয়ারে একটি বিশ্বকাপও খেলতে পারে না।’