‘লড়াইটা রোনালদো বনাম ইরান নয়’

কোচ সান্তোসের সঙ্গে রোনালদোপর্তুগালের প্রথম দুই ম্যাচ জয়ের নায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। গ্রুপের শেষ ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে পুরো দল। কিন্তু ইরানের বিপক্ষে শুধু রিয়াল মাদ্রিদ তারকা নয়, দলের সবাইকে পারফরম্যান্স করতে বলছেন কোচ ফের্নান্দো সান্তোস।

গ্রুপের প্রথম দুই ম্যাচে পর্তুগালের গোল ৪; ঠিক পর্তুগাল নয়, রোনালদোর। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকে ড্রর পর মরক্কোর বিপক্ষে তার গোলে জিতেছে পর্তুগিজরা। শেষ ষোলোতে যেতে জিততেই হবে, এই সমীকরণ মাথায় রেখে আজ গ্রুপের শেষ ম্যাচে তারা মোকাবিলা করবে ইরানকে। এই লড়াইকে ‘রোনালদো বনাম ইরান’ বলতে ঘোর আপত্তি সান্তোসের।

৪ পয়েন্ট পর্তুগালের, আর ইরান তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে। এই ম্যাচের জয়ী দল পাবে নকআউটের টিকিট। তাই লড়াইটা খুব কঠিন হবে মনে করছেন ইউরো জয়ী কোচ। শুধু রোনালদো নয়, পুরো দল চ্যালেঞ্জের ‍মুখে পড়বে বলে সবাইকে সতর্ক করলেন সান্তোস।

চমৎকার ফর্মে থাকলেও কার্লোস কুইরোসের দলকে হারানোর দায়িত্ব কেবল রোনালদোর ওপর দিতে চান না পর্তুগাল কোচ। পর্তুগিজ অধিনায়কের ওপর চাপ কমালেন সান্তোস এভাবে, ‘সে এখানে পার্থক্য তৈরি করেছে; রিয়াল মাদ্রিদে, ম্যানইউতে ও স্পোর্তিংয়েও। এই লড়াই শুধু পর্তুগাল কোচ ও ইরানের কোচের নয়, কোনও দলের বিপক্ষে রোনালদোর খেলাও নয়; এই লড়াই ইরানের বিপক্ষে পর্তুগালের।’ গোল ডটকম