ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারে: ল্যাম্পার্ড

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডইংল্যান্ডের তরুণ একটি দল নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না বিশ্বকাপে। কিন্তু তারাই দারুণ পারফরম্যান্স করে নকআউটে। এই দলকে নিয়ে আরও বড় প্রত্যাশা করছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় যাদের সন্তুষ্ট করতে পারেননি তারা মুগ্ধ হয়েছে পানামার বিপক্ষে ইংল্যান্ডের দাপট দেখে। আগ্রাসী পারফরম্যান্স করে ৬-১ গোলের রেকর্ড জয় পেয়েছে তারা। গ্যারি সাউথগেটের এই দলের হাতে শিরোপা না দেখার কোনও কারণ নেই মনে করছেন চেলসির সাবেক লিজেন্ড।

ল্যাম্পার্ডের বিশ্বাস, সব বাধা দূর করে বিশ্বকাপ জিততে পারবে ইংল্যান্ড। বিবিসিকে তিনি বলেছেন, ‘আমি মনে করি আমরা সব বাধা পার হবো, আমি সত্যি এটা মনে করছি। দল তাদের পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের দলের প্রতিভাবানদের দিকে একটু তাকান, তারা যেভাবে খেলছে তাতে কেন আমরা নিজেদের গণনার বাইরে রাখব?’

ল্যাম্পার্ডের মতে, প্রতি ম্যাচ ধরে খেললে সফলতা আসবে। তার বিশ্বাস, ‘ম্যাচ ধরে প্রত্যেক দিনের খেলা মাথায় রেখে খেলোয়াড়রা খেলবে। এটা ফুটবল টুর্নামেন্ট, এমন করেই এগোতে হবে তাদের। বাইরে থেকে আমরা যতটুকু দেখছি তাতে বলা যায় এই দলের সত্যিই ভালো একটা সুযোগ আছে।’ গোল ডটকম