গোল করে যেতে চান কেইন

হ্যারি কেইনগোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। কোয়ার্টার ফাইনালের আগেই ইংলিশ অধিনায়ক নামের পাশে যোগ করেছেন ৬ গোল। ইংল্যান্ডের সাফল্যের পথে মাঠে নামা সব ম্যাচেই লক্ষ্যভদ করেছেন তিনি। সামনের ম্যাচগুলোতেও গোলের ধারা সচল রাখতে চান এই স্ট্রাইকার।

আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। সামারার কোয়ার্টার ফাইনালের আগে দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী কেইন। তবে এখনই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবনায় ডুবতে চান না। অবশ্য প্রতিপক্ষের জালে বল জড়ানোর ধারাবাহিকতা ধরে রাখতে চান টাটেনহাম তারকা।

সুইডেনের বিপক্ষে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কেইনের বক্তব্য, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি চিন্তা করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা এটা নিয়ে ভাবছি না। প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব মাত্র শুরু হয়েছে। তবে আমি আশাবাদী গোলের ধারা সচল রাখতে পারব।’

শেষ ষোলোতে কলম্বিয়াকে হারানোর পর ইংল্যান্ড এখন আরও আত্মবিশ্বাসী, কেইনের কণ্ঠে তেমনই সুর, ‘গোলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এখন আমরা নিজেদের শক্তিশালী হিসেবে পরিচিত করতে পেরেছি, আর যখন আপনি ম্যাচ জিতবেন, তখনই এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যায়।’

রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন কেইন। ইংলিশ অধিনায়ক করেছেন ৬ গোল। বিশ্বকাপে টিকে আছেন, এমন খেলোয়াড়দের মধ্যে কেবল রোমেলু লুকাকুই ৪ গোল করে আছেন কাছাকাছি। মার্কা