আমরা এই সুযোগ নষ্ট করতে চাই না: জিরুদ

অলিভিয়ের জিরুদপর্তুগালের কাছে দুই বছর আগে ইউরো ফাইনালে হেরেছিল ফ্রান্স। আবারও শিরোপার লড়াইয়ে তারা, এবার উপলক্ষটা আরও বড়। তবে দুই বছর আগের চেয়েও দৃঢ় মানসিকতা নিয়ে ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল খেলবে জানালেন অলিভিয়ের জিরুদ।

দলটির ফরোয়ার্ডের বিশ্বাস, ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপস এবং এই ফাইনালে ওঠা ফ্রান্সের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মানসিকতা।

আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামের বিপক্ষে নকআউট জেতা ফ্রান্স ফাইনালে ফেভারিট হিসেবে খেলবে। জিরুদ বলেছেন, ইউরোর মতো আরেকটি শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করতে চান না তারা।

‘এটা আলাদা। জার্মানির বিপক্ষে আমরা যখন সেমিফাইনাল (ইউরো) জিতলাম, তখন আমরা অনেক আনন্দে ছিলাম। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে এটা ছিল আলাদা কিছু। একই রকম অনুভূতি নয়- আমরা জানি আমাদের আরও একটি ম্যাচ জিততে হবে। কাজ যে এখনও শেষ হয়নি সেটা আমরা বুঝতে পারছি, এটাই আসল।’, দুই বছর আগের ও এই ফাইনালে খেলা দলের পার্থক্য বুঝিয়ে দিলেন জিরুদ।

এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে চান চেলসি স্ট্রাইকার, ‘অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এখানে এসেছি, আমরা এখন এই সুযোগ নষ্ট করতে চাই না। শুধু প্রতিভা দিয়ে একটি বিশ্বকাপ জেতা যায় না। সেটা যথেষ্ট নয়। আপনার চেষ্টা থাকতে হবে অনেক। উৎসর্গ ও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যদি সতীর্থ ও একে অপরের জন্য কাজ করতে প্রস্তুত থাকা যায় তাহলে যে কোনও কিছু ঘটতে পারে।’