বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাবে ৩৮ মিলিয়ন ডলার

france-vs-croatia

বিশ্বকাপের ২১তম আসরের দুই ফাইনালিস্টের প্রাইজমানি ৩ মিলিয়ন ডলার করে বাড়িয়েছে ফিফা। রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল শেষে ফ্রান্স ও ক্রোয়েশিয়া ভাগাভাগি করে নেবে ৬৬ মিলিয়ন ডলার।

১৮ ক্যারেট স্বর্ণের ট্রফি তো পাবেই চ্যাম্পিয়ন দল, সঙ্গে নেবে ৩৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি। আর রানার্সআপ পাবে ২৮ মিলিয়ন ডলার। ২০১৪ সালের বিশ্বকাপের চেয়ে এবারের ফাইনালিস্টদের জন্য প্রাইজমানি বাড়ানো হয়েছে।

শনিবার সেন্ট পিটার্সবার্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারানো বেলজিয়াম পাবে ২৪ মিলিয়ন ডলার। চতুর্থ হওয়া ইংলিশরা পাবে ২২ মিলিয়ন ডলার।

রাশিয়া বিশ্বকাপে চার বছর আগের চেয়ে প্রায় ৫০ মিলিয়ন ডলার প্রাইজমানি বাড়ানো হয়েছে। ব্রাজিলে যেটা ছিল ৩৫৮ মিলিয়ন ডলার, সেটা এ বছর হয়েছে ৪০০ মিলিয়ন ডলারে।

কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া ব্রাজিল, সুইডেন, রাশিয়া ও উরুগুয়েকে দেওয়া হচ্ছে ১৬ মিলিয়ন ডলার করে। ১২ মিলিয়ন ডলার করে প্রাইজমানি পাচ্ছে শেষ ষোলোতে বিদায় নেওয়া আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, জাপান, ডেনমার্ক, স্পেন, মেক্সিকো, পর্তুগাল ও কলম্বিয়া। গ্রুপ থেকে বাদ পড়া ১৬ দল পাবে ৮ মিলিয়ন ডলার করে।

১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের চোখ দ্বিতীয় শিরোপায়। আর প্রথমবার ফাইনালে উঠে বিশ্বচ্যাম্পিয়ন হতে লড়বে ক্রোয়েশিয়া। ইএসপিএনএফসি