পেরিশিচের গোলে ক্রোয়েশিয়ার সমতা

2018-07-15T153003Z_1092789419_UP1EE7F172285_RTRMADP_3_SOCCER-FINALশুরু থেকে বল দখলে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। কিন্তু এক ফ্রি কিকে এগিয়ে যায় ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে আন্তোয়ান গ্রিয়েজমানের ফ্রি কিক বিপদমুক্ত করতে গিয়ে মারিও মানজুকিচের হেডে আত্মঘাতী গোল তাদের উদযাপনের সুযোগ করে দেয়। তবে ২৮ মিনিটে বাঁ পায়ের চমৎকার শটে গোল করে ক্রোয়েটদের সমতায় ফেরান ইভান পেরিশিচ।

৫ মিনিটে আন্তে রেবিচ ডান দিকে বল পাঠান সিমে ভ্রাসালকোকে। তিনি ক্রস দেন ডিবক্সের মধ্যে মারিও মানজুকিচকে। কিন্তু তার কাছে বল পৌঁছার আগেই হেডে বিপদমুক্ত করেন স্যামুয়েল উমতিতি।

প্রথম ১৫ মিনিটে দাপট দেখিয়েছে ক্রোয়েটরা। ফ্রান্সের গ্রিয়েজমান ও কাইলিয়ান এমবাপে বল পায়েই পাননি। ১১ মিনিটে ইভান স্ত্রিনিচের তুলে দেওয়া বল ডিবক্সের মধ্যে ইভান পেরিশিচ পা বাড়িয়ে নিয়ন্ত্রণে নিলেও রাখতে পারেননি। ৪ মিনিট পর বাঁ দিক থেকে বক্সের মধ্যে বল পাঠান। কিন্তু মানজুকিচ বল দখল নেওয়ার আগেই উমতিতি চমৎকারভাবে ফিরিয়ে দেন। ১৮ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হন গ্রিয়েজমান। তার ফ্রি কিক থেকে আত্মঘাতী গোল করেন মানজুকিচ।

১২ বছর পর ফাইনালে ফ্রান্স, লক্ষ্য তাদের দ্বিতীয় শিরোপা। আর প্রথমবার ফাইনালে উঠে চমক দেখানোর অপেক্ষায় ক্রোয়েশিয়া। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।