ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না গ্রিয়েজমান

বিশ্বকাপ ট্রফি হাতে গ্রিয়েজমানবিশ্বকাপ জিতলেন আন্তোয়ান গ্রিয়েজমান। ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে তার নাম ওঠা অস্বাভাবিক নয়। কিন্তু ফ্রান্সের এই স্ট্রাইকার কোনও ব্যক্তিগত অর্জনের চিন্তায় বুঁদ হয়ে নেই।

ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন গ্রিয়েজমান। দিদিয়ের দেশমের মূল অস্ত্র ছিলেন তিনি। রাশিয়ার টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে জয়ে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল এগিয়ে দেয় ফরাসিদের।

ধারণা করা হচ্ছে, বিশ্ব মঞ্চে দুর্দান্ত গ্রিয়েজমান ক্লাব মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে উড়ন্ত সূচনা করলেই পেয়ে যাবেন ব্যালন ডি’অর। ২০১৬ সালে ব্যালন ডি’অরের দৌড়ে তৃতীয় হওয়া এই স্ট্রাইকারের কিন্তু ওসব নিয়ে ভাবনা নেই, ‘ব্যালন ডি’অর.... ভালো, এটার জন্য ভোট দেবে অন্যরা। তাই দেখা যাক কী হয়। এখন আমার সামনে ইউরোপিয়ান সুপার কাপ আছে। আমি আশা করি আমরা এটা জিততে যাচ্ছি।’

এখন কেবল পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চান গ্রিয়েজমান, ‘এই মুহূর্তে আমি উপভোগ করতে চাই। আমাদের পরিবার ও ফ্রান্সের মানুষদের সঙ্গে ভালো সময় কাটাতে চাই। একটা দারুণ ছুটি কাটাবো আমি। তারপর প্রস্তুতি নেব ইউরোপিয়ান সুপার কাপের। যেমনটা বললাম, ব্যালন ডি’অর (ভোটিং) আমার হাতে নেই।’ গোল ডটকম