এমবাপেকে পেলের ‘হুমকি’

এমবাপেপেলের পাশে নাম লিখানো তো যেনতেন অর্জন নয়, রাশিয়া বিশ্বকাপে সেটা দুইবার করে দেখিয়েছেন কাইলিয়ান এমবাপে। সবশেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে গোল করে ব্রাজিলিয়ান গ্রেটের সঙ্গে অনন্য এক ক্লাবে জায়গা করে নিলেন ফ্রান্সের এই স্ট্রাইকার। এমবাপেকে পাশে পেয়ে তাকে প্রশংসায় ভাসালেন পেলে, সঙ্গে দিলেন ‘হুমকি’।

৭৭ বছর বয়সী ব্রাজিলিয়ান গ্রেট টুইটারে প্রশংসায় ভাসিয়েছেন এমবাপেকে। তাছাড়া এভাবে তার রেকর্ডে পিএসজি স্ট্রাইকার ভাগ বসাতে থাকলে আবার বুট পায়ে দিয়ে মাঠে নামার ‘হুমকি’ দিলেন পেলে।

ফাইনালে গোল করা আরেক টিনএজারকে পেয়ে টুইটারে উচ্ছ্বসিত পেলে, ‘কেবল দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করায় এই ক্লাবে স্বাগত এমবাপে। কাউকে সঙ্গে পেয়ে দারুণ লাগছে।’ ৭৭ বছর বয়সী ব্রাজিলিয়ান গ্রেট তারপর মজা করে লিখেছেন, ‘যদি এমবাপে এভাবে আমার রেকর্ডে ভাগ বসাতে থাকে, তাহলে হয়তো আবার আমার বুট পরিষ্কার করে পায়ে দিতে হবে।’

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোতে দুটি গোল করেছিলেন এমবাপে। তাতে ১৯৫৮ সালে পেলের পর প্রথম টিনএজার হিসেব বিশ্বকাপ নকআউটে এক ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েন পিএসজি স্ট্রাইকার। ৬০ বছর আগে সুইডেনের বিপক্ষে ফাইনালে দুই গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

এক আসরে দ্বিতীয়বার এমবাপে বসলেন ব্রাজিলের তিনবারের বিশ্ব জয়ী অধিনায়কের পাশে। পেলের পর প্রথম টিনএজার হিসেবে ফাইনালে গোল করলেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার। গোল ডটকম