সহকারী কোচ হয়ে চেলসিতে ফিরলেন জোলা

জিয়ানফ্রাঙ্কো জোলা৭ বছরে যেখানে পাঁচটি শিরোপা জিতেছেন, সেই চেলসিতে ফিরেছেন সাবেক স্ট্রাইকার জিয়ানফ্রাঙ্কো জোলা। প্রিমিয়ার লিগ দলটির নতুন কোচ মাউরিসিও সারির সহকারীর দায়িত্ব পেয়েছেন তিনি।

স্ট্যামফোর্ড ব্রিজে নীল জার্সিতে ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেছেন জোলা। করেছেন ৮০ গোল। দুটি এফএ কাপ, একটি করে উয়েফা কাপ উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ ও লিগ কাপ শিরোপার স্বাদ নিয়েছেন তিনি।

চেলসির ‘সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়’ প্রিয় ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত, ‘আমার জন্য এটা চমৎকার ব্যাপার।’ স্বদেশী কোচের সঙ্গে কাজ করার রোমাঞ্চ তার মনে, ‘আমি খুব খাটতে প্রস্তুত কারণ এটা কঠিন একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি এখানে আসতে পেরে আনন্দিত। মাউরিসিওকে সফল করতে পরিশ্রম করবো।’

গত সপ্তাহে বরখাস্ত আন্তোনিও কন্তের উত্তরসূরি হন আরেক ইতালিয়ান সারি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ওয়াটফোর্ড ও ক্যাগলিয়ারির কোচ হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাকে সহায়তা করবেন জোলা। সবশেষ তিনি ছিলেন বার্মিংহ্যামে। ২০১৬ সালের ডিসেম্বরে যোগ দেওয়ার ৪ মাস পর চাকরি ছাড়েন ক্লাবের বাজে ফলাফলের কারণে। গোল ডটকম