রোনালদোকে নিয়ে জুভেন্টাস সতীর্থের রসিকতা

রোনালদো ও মাতুইদিবিশ্বের অন্যতম সেরা হতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো, কিন্তু বিশ্বকাপ তো জিততে পারেননি! পর্তুগাল অধিনায়ককে জুভেন্টাসে স্বাগত জানানোর আগে তাই রসিকতা করার সুযোগ হাতছাড়া করলেন না ফ্রান্সের বিশ্ব জয়ী মিডফিল্ডার।

মাতুইদি মনে করেন, একজন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে একই দলে খেলতে পারায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর খুশি হওয়া উচিত। ফরাসি মিডফিল্ডারের মতে, এটা রোনালদোর ক্যারিয়ারের বিশেষ প্রাপ্তি।

রাশিয়ায় বিশ্বকাপ জয়ের আনন্দ গায়ে মাখিয়ে তুরিনে ফিরেছেন মাতুইদি। প্রাক মৌসুমের ক্যাম্পে রোনালদোর সঙ্গে যোগ দেওয়ার আগে তাকে নিয়ে খানিকটা মজা করলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্রিস্তিয়ানো রোনালদো গ্রহের সেরা খেলোয়াড়। আমাদের সঙ্গে তার খেলার খবর দারুণ, বিশেষ করে তার জন্যও। কারণ সে একজন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে লকার রুম ভাগাভাগি করবে।’

গাজেত্তা দেল্লো স্পোর্তকে তিনি আরও বলেছেন, ‘দুই বছর আগে প্যারিসে ফাইনালে সে আমাদের হারিয়েছিল। কিন্তু এটা সত্যি যে ইউরোপিয়ান চাম্পিয়নশিপের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি মূল্যবান।’

রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত মাতুইদি জানালেন, জুভেন্টাস এখন আরও শক্তিশালী। তিনি বলেছেন, ‘এটা (রোনালদোর চুক্তি) সত্যিই অবাক করার মতো ছিল। দল যা করেছে আমি তাতে খুশি। জুভেন্টাসের জার্সিতে তাকে পেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল।’ গোল ডটকম