রোনালদো আসায় ‘শৈশবের ইতালিয়ান ফুটবল’ দেখছেন নেইমার!

ক্রিস্তিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যাওয়ায় ইতালিয়ান ফুটবল সেই গৌরবোজ্জ্বল দিনগুলো ফিরে পাবে মনে করছেন নেইমার।

প্যারিস সেন্ত জার্মেই তারকা মনে করেন, পর্তুগিজ উইঙ্গারের এই দলবদলে ইতালিয়ান ফুটবলের উপকার করেছে জুভেন্টাস। শৈশবে দেখা সেই টানটান উত্তেজনাপূর্ণ সিরি এ ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন নেইমার।

রিয়ালে ৯ মৌসুমে ১৫টি ট্রফি জিতে নতুন চ্যালেঞ্জের খোঁজে তুরিনে গেছেন রোনালদো। ১০ কোটি ইউরোতে তার এই চুক্তিকে ইতালিয়ান ফুটবলের অভ্যুত্থান মনে করছেন অনেকে।

নেইমারের বিশ্বাস, এতে করে ইউরোপের পরাশক্তি হিসেবে আবার দেখা যাবে ইতালিয়ান জায়ান্টদের। শৈশবে ইউরোপ জুড়ে জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের দাপট দেখেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই ইতালিয়ান ফুটবল আবার ফিরে আসবে মনে করেন তিনি, ‘জুভেন্টাসে ক্রিস্তিয়ানো রোনালদোর চুক্তি পাল্টে দেবে ইতালিয়ান ফুটবলকে। আবারও দেখা যাবে সেই ইতালিয়ান ফুটবলকে, শৈশবে যেমনটা দেখেছিলাম।’

রোনালদোর প্রশংসাও করেছেন নেইমার, ‘ক্রিস্তিয়ানো একজন দারুণ খেলোয়াড়, ফুটবলের লিজেন্ড এবং একজন প্রতিভাবান। আমাদের তাকে সম্মান করতেই হবে।’ গোল ডটকম