‘নেইমার ও এমবাপের খুবই ভালো সম্পর্ক’

এমবাপে ও নেইমারনেইমার ও কাইলিয়ান এমবাপের মধ্যে বিরোধের গুঞ্জন উড়িয়ে দিলেন প্যারিস সেন্ত জার্মেই প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

দুজনই কিংবা তাদের মধ্যে একজন রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন, এই গুঞ্জন চলেছে গত কয়েক দিন। আগে এমবাপে, পরে নেইমার দৃঢ় কণ্ঠে জানান- তারা থাকছেন প্যারিসের ক্লাবেই। এই গুঞ্জন শেষ না হতেই তাদের একসঙ্গে মানিয়ে নিতে না পারার খবর শোনা গেল। তবে একে মিডিয়ার বানানো গল্প বললেন পিএসজি প্রধান।

আল-খেলাইফি জোর গলায় জানালেন, নতুন কোচ থোমাস টাখেলের অধীনে খেলতে প্রস্তুত আক্রমণভাগের দুই তারকা। তাদের মধ্যে বৈরিতার খবরকে ভিত্তিহীন বলেছেন পিএসজি প্রেসিডেন্ট, ‘নেইমার ও এমবাপের মধ্যে খুবই ভালো সম্পর্ক। একে অপরের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে তারা। বাকি সব সাংবাদিকদের বানানো গল্প।’

দুই তরুণ ফরোয়ার্ডের মাঝে দ্বন্দ্ব থাকা অসম্ভব মনে করছেন আল-খেলাইফি, ‘তাদের মধ্যে খারাপ সম্পর্ক থাকা অসম্ভব। একসঙ্গে খেলতে পেরে তারা সুখী। মাসের (আগস্টে) শুরুতে এমবাপে ও নেইমার আবার একসঙ্গে মাঠে নামবে। আরেকটি স্পষ্ট ব্যাপার হলো তাদের কেউ অন্য কোথাও যাচ্ছে না।’

বিশ্বকাপে এমবাপে ও নেইমারের পারফরম্যান্সে খুশি পিএসজি প্রধান, ‘বিশ্বকাপে আমার খেলোয়াড়রা খুব ভালো করেছে। ব্রাজিলের ওপর অনেক চাপ ছিল। কিন্তু ফ্রান্সের জন্য ছিল চমৎকার বিশ্বকাপ, তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে। এমবাপে ছিল অসাধারণ এবং নেইমার ইনজুরি সত্ত্বেও তার সেরাটা খেলেছে। তার সবটা দিয়েছে সে।’ গোল ডটকম