ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দুর্গতদের পাশে বাংলাদেশের ফুটবলাররা

ইন্দ্রি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল দলইন্দোনেশিয়ার মানুষের মনে এখন একই সঙ্গে আনন্দ আর কষ্টের অনুভূতি। মারাত্মক ভূমিকম্পে দেশটির চার শতাধিক মানুষ নিহত। অথচ এই সময়েই এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমস আয়োজন করছে ইন্দোনেশিয়া। এশিয়াডে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় থাকা বাংলাদেশ ফুটবল দল ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। দুর্গতদের সাহায্যে কাজ করা ইন্দ্রি ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে লাল-সবুজ দল।

এশিয়াডে তিনটি ম্যাচ খেলবে ফুটবল দল। এই তিনটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে যে অর্থ পাবে, তারই একটা অংশ দান করবে ভূমিকম্প দুর্গতদের। বাংলাদেশের ফুটবলারদের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেছে ইন্দ্রি ফাউন্ডেশনও।

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফুটবলাররা ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে। এশিয়াডের ম্যাচ ফি’র একটি অংশ সাহায্য করছে তারা। সেজন্য তাদের প্রশংসা করতেই হবে।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা একটি সংস্থার মাধ্যমে ফুটবলাররা আর্থিক সহায়তা দিচ্ছে। তাদের এমন মানসিকতা সত্যিই প্রশংসনীয়।’