ছেলেদের ফুটবল উপেক্ষার শিকার!

ছেলেদের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলমেয়েদের ফুটবল আজ বাংলাদেশের আনন্দের উৎস। একের পর এক সাফল্য দেশকে উপহার দিচ্ছেন সাবিনা-মারিয়া-আঁখিরা। মেয়েরা বাফুফে ভবনের টার্ফে সারা বছর অনুশীলনের সুযোগ পায়। কিন্তু ছেলেদের বয়সভিত্তিক দলগুলো নিয়মিত অনুশীলনেরই সুযোগ পায় না। যেন উপেক্ষার শিকার ছেলেদের ফুটবল!

আগামী ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর নেপালে অনুষ্ঠেয় ছেলেদের অনূর্ধ-১৫ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে কয়েক দিন আগে। নীলফামারীতে প্রায় দুই মাসের আবাসিক ক্যাম্প শেষে নেপাল যাবে ছেলেরা।

এত কম সময় অনুশীলনের সুযোগ পেয়ে কোচ পারভেজ বাবু হতাশ। বাংলা ট্রিবিউনকে জাতীয় দলের এই সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘দীর্ঘমেয়াদে অনুশীলনের কোনও বিকল্প নেই। অথচ আমরা মাত্র দুই মাস সময় পাচ্ছি। এত অল্প সময়ে ভালো ফল করা যাবে কিনা বলা কঠিন। ভারত ও নেপাল এ বছরের শুরু থেকে অনুশীলন করছে। তাদের সঙ্গে লড়াই করে ভালো ফল পাবো কিনা বলা মুশকিল।’

২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের উদাহরণ টেনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচেস এডুকেশন ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বলেছেন, ‘সিলেটের টুর্নামেন্টের আগে ছেলেদের জন্য দীর্ঘমেয়াদি অনুশীলনের ব্যবস্থা করেছিলাম আমরা, যার সুফলও পেয়েছিল দল। কিন্তু এত অল্প সময়ের প্রস্তুতিতে তো আর ট্রফি জেতা যায় না!’

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘ছেলেদের অনুশীলনের জন্য আরও সময় দিতে পারলে ভালো হতো। কিন্তু আর্থিক সমস্যা সহ বিভিন্ন কারণে তা করা সম্ভব হয়নি।’