ইউরোর পর অবসরে লুকাকু

রোমেলু লুকাকুবিশ্বকাপে বেলজিয়ামের চমৎকার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমেলু লুকাকু। চার বছর পরের বিশ্বকাপ নিয়ে এবার স্বপ্ন দেখার কথা ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের। অথচ ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন তিনি!

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতে লুকাকুর অবদান ছিল দারুণ। শিরোপা হাতে নেওয়ার চূড়ান্ত সাফল্য না পেলেও তৃতীয় হয়ে দেশে ফিরতে হয়েছে তার দলকে। লুকাকুর বিশ্বাস, দুই বছর পরের ইউরোতে এই অভিজ্ঞতা নিশ্চিত কাজে দেবে।

আর ইউরোতে সাফল্যের স্বাদ নিয়ে জাতীয় দলের জার্সি তুলে রাখতে চান লুকাকু, ‘আমার মনে হয় ইউরোর পর আমি থেমে যাব।’ ২০১০ সালে অভিষেকের পর ৭৫ ম্যাচ খেলেছেন বেলজিয়ামের জার্সিতে। ৪০ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখলে নিয়েছেন তিনি।

ইউরোতেও বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চান ম্যানইউ স্ট্রাইকার, ‘একটি দেশ হিসেবে প্রত্যেক বড় টুর্নামেন্টে আমাদের উচিত সেমিফাইনাল পর্যন্ত যাওয়া, তারপর সেখান থেকে আরও এগোনো যায়। কিন্তু সেমিফাইনালের আগে ছিটকে যাওয়া উচিত হবে না।’

২০২০ সালের ১২ জুন থেকে ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে হবে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। গোল ডটকম