টানা জয়ে লা লিগা শুরুর রেকর্ড বার্সার

Barcelona-team-news-predicted-XI-Deportivo-Alaves-1004649দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে শনিবার বার্সেলোনা জিতল ৩-০ গোলে। স্বাচ্ছন্দ্যেই জিতেছে তারা, লা লিগায় জয়ে শুরু করা যে কাতালান জায়ান্টদের জন্য অনেক পুরানো ‘অভ্যাস’। এবার তো টানা জয়ে লা লিগা শুরু করার রেকর্ড ভেঙে দিলো লিওনেল মেসির দল।

এনিয়ে টানা ১০ মৌসুম লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ জিতল বার্সেলোনা। ৭৫ বছর ধরে এই রেকর্ড ছিল এস্পানিওলের দখলে। ১৯৩১ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত টানা ৯ মৌসুম স্পেনের শীর্ষ লিগে উদ্বোধনী ম্যাচ জিতেছিল বার্সার নগর প্রতিদ্বন্দ্বীরা।

এক বছর আগে রিয়াল বেতিসের বিপক্ষে জিতে এস্পানিওলের রেকর্ডে ভাগ বসিয়েছিল বার্সা। আর মেসির জোড়া গোলে আলাভেসকে হারিয়ে এবার শীর্ষস্থানটা একার করে নিলো এর্নেস্তো ভালভারদের শিষ্যরা।

লা লিগা চ্যাম্পিয়নরা সবশেষ এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ হেরেছিল ২০০৮ সালে। ১০ বছর আগে ক্লাব কোচ হিসেবে পেপ গার্দিওলার অভিষেকের দিন নবাগত নুমান্সিয়ার কাছে হেরেছিল বার্সা। তারপর থেকে তারা লা লিগায় প্রত্যেকবার জয়ে শুরু করেছে। এই সময়ে ৩৫ গোল করেছে তারা প্রতিপক্ষের জালে, আর খেয়েছে মাত্র ৪ গোল। ইএসপিএনএফসি