রিয়ালে অনেক সুখে আছেন মদরিচ

লুকা মদরিচইন্টার মিলানে চলে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে লুকা মদরিচ বললেন, রিয়াল মাদ্রিদে অনেক সুখে আছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জেতেন মদরিচ। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই অর্জনের পর জোর গলায় জানিয়ে দিলেন, রিয়ালের মতো ক্লাবে থাকার মতো সুখ আর কোথাও পাবেন না তিনি।

মোনাকোতে সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে টপকে ইউরোপের বর্ষসেরা হওয়ার পর মদরিচ বলেছেন, ‘আমি বিশ্বের সেরা ক্লাবে আছি। আমি এখানে থাকতে চাই। আমি সুখী নই, এখানে থাকতে পেরে মহাসুখী। আমি শান্ত আছি। গত ৬ বছরের মতো করে ভালো অবদান রাখতে চাই দলে।’

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে নেওয়া অধিনায়ক সান্তিয়াগো বার্নাব্যুর সময়টা উপভোগ করছেন। আর এই বছরটা দুর্দান্ত কেটেছে বললেন মদরিচ, ‘সম্ভাব্য সেরা সবকিছু অর্জন করতে আমি কাজ করছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখানে আছি। দলগত ও ব্যক্তিগতভাবে এটা আমার ক্যারিয়ারের সেরা একটি বছর। আমি সত্যিই উপভোগ করছি, কাজ করে যেতে হবে আমাদের।’ গোল ডটকম