আমি এখনই মেসি-রোনালদো পর্যায়ের: গ্রিয়েজমান

আন্তোয়ান গ্রিয়েজমানফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে জায়গায় হয়নি আন্তোয়ান গ্রিয়েজমানের। তবে ফরাসি ফরোয়ার্ড ব্যালন ডি’অর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। কেননা তার বিশ্বাস, ইতিমধ্যেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছেন তিনি।

গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে ইউরোপা লিগের শিরোপা জিতেছেন গ্রিয়েজমান। ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনাল জয়ের পথে জোড়া লক্ষ্যভেদ করেছিলেন ফরাসি তারকা। এরপর জাতীয় দল ফ্রান্সের জার্সিতে জিতেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ। নিজে গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গ্রিয়েজমান।

এরপরও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের দৌড়ে সেরা তিনেও থাকা হয়নি তার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বিচারে বাদ পড়লেও ব্যালন ডি’অর জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। আর এই পুরস্কারটা তার কাছে সবচেয়ে মর্যাদার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’কে গ্রিয়েজমান বলেছেন, “আমার মতে, ব্যালন ডি’অর অনেক বেশি মর্যাদার পুরস্কার এবং এটার ইতিহাসও সমৃদ্ধ।”

সময়ের অন্য সব সেরা খেলোয়াড় থেকে নিজেকে আলাদা জায়গাতেই রাখলেন বিশ্বকাপ জয়ী তারকা, ‘এটা পরিষ্কার যে, ক্রিস্তিয়ানো রোনালদো, মেসি, নেইমার কিংবা (কাইলিয়ান) এমবাপে থেকে আমি আলাদা খেলোয়াড়। আমি সর্বোচ্চ জায়গায় আছি, তবে উন্নতির আরও জায়গা রয়েছে।’

তাই বলে নিজেকে পিছিয়ে রাখছেন না, মেসি-রোনালদোর পর্যায়ের ফু্টবল খেলছেন বলে দাবি গ্রিয়েজমানের, ‘যতটা পরিপূর্ণ খেলোয়াড় হওয়া যায়, আমার নজর সেদিকেই। আমি ৫০ গোল করতে পারব না, তবে অন্যভাবে দলকে সাহায্য করার চেষ্টা করব। আমার মতে, আমি ইতিমধ্যে মেসি ও ক্রিস্তিয়ানো পর্যায়ের খেলোয়াড়। আর এটাও জানি, অন্য খেলোয়াড়রাও একই পথে আছে।’ গোল ডটকম