যে কারণে বাদ পড়লেন গোলকিপার শহীদুল

নেপালের বিপক্ষে গোল খাওয়ার পর হতাশ শহীদুলগোলকিপার শহীদুল আলম সোহেল এখন দেশের ফুটবলে ‘খলনায়ক’। সেটাই স্বাভাবিক। সাফ ফুটবলে প্রথম দুই ম্যাচ জিতে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনার দায় তো তারই। নেপালের বিপক্ষে শহীদুলের হাস্যকর ভুলে পিছিয়ে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল খেয়ে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকেই।

সমালোচনার তীরে বিদ্ধ শহীদুলের আপাতত জাতীয় দলে জায়গা হচ্ছে না। আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দলে তিনি নেই। শহীদুল কেন দলের বাইরে? ইংল্যান্ড থেকে কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সাফ ফুটবলে ভুল করার জন্য তাকে বাদ দেওয়া হয়নি। ভুল তো সবাই করে। কিন্তু আমার মনে হয়েছে শহীদুল অন্যায় সমালোচনার শিকার। যেটা তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি অবশ্য মনে করি কিছু দিন বিরতি নিলে সে তরতাজা হয়ে ভালোভাবে ফিরতে পারবে।’

কোচের শেষ কথা এই দুঃসময়ে সান্ত্বনা দেবে শহীদুলকে। জাতীয় দল থেকে বাদ পড়ে তিনি ভীষণ হতাশ। তবে এ প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি, ‘দল থেকে বাদ পড়া বা দলে থাকার সিদ্ধান্ত আমার নয়। সামনে লিগ শুরু হবে। লিগে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চাই।’