চেলসিও হতে পারে হ্যাজার্ডের শেষ ঠিকানা

এডেন হ্যাজার্ডরিয়াল মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন আছে এডেন হ্যাজার্ডের। শেষ পর্যন্ত মাদ্রিদে যাওয়া না হলে চেলসিতেই ক্যারিয়ার শেষ করার কথা শুনিয়েছেন বেলজিয়ান উইঙ্গার।

গত এক বছর ধরে হ্যাজার্ডের রিয়ালে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমে। গত গ্রীষ্মের দলবদলে ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ায় পর গুঞ্জনটা আরও জোরালো হয়। রাশিয়া বিশ্বকাপের পর নতুন ঠিকানা ঠিক করতে পারেন, এমন খবরও ছাপা হয়েছিল। যদিও নতুন মৌসুমে চেলসির জার্সি গায়েই মাঠ মাতাচ্ছেন তিনি।

হ্যাজার্ড অবশ্য আশাবাদী স্পেনে যাওয়ার ব্যাপারে। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে এই বেলজিয়ান জানিয়েছিলেন, ‘শৈশবের স্বপ্ন’ রিয়ালে যেতে তিনি কতটা আগ্রহী। সামনের মৌসুমেই তাকে দেখা যেতে পারে সান্তিয়াগো বার্নাব্যুতে। যদি সেটা নাও নয়, তাতেও কোনও অসুবিধা দেখছেন না হ্যাজার্ড। স্টামফোর্ড ব্রিজেই কাটিয়ে দেবেন ক্যারিয়ারের বাকি সময়টা।

চেলসির জার্সিতে দুটি প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হ্যাজার্ড তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘আমি চেলসিতেই ক্যারিয়ার শেষ করতে পারি। এখানে কোনও সমস্যা নেই। এই ক্লাব ও দলের সঙ্গে আমি ভীষণ সুখী, আমার পরিবার এখানে সুখে আছে।’

তাই শেষ পর্যন্ত যদি রিয়ালে যাওয়া না হয়, তাহলে স্টামফোর্ড ব্রিজেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা তার। বেলজিয়াম অধিনায়ক বলেছেন, ‘যদি আমি স্পেনে যেতে না পারি, তাহলেও কোনও সমস্যা নেই। আমি (চেলসি) ভক্তদের খুব ভালোবাসি- আমার মনে হয়, ভক্তরাও আমাকে ভালোবাসেন। ভবিষ্যতে যাইহোক, সবকিছুতেই আমি খুশি।’ গোল ডটকম