প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ গণভবনে যাচ্ছে সাফ জয়ী কিশোররা

7f60067a546678485278bf93d830ef36-5bdda1365c847গত শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই কীর্তি গড়া দলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা সবারই জানা। সুযোগ পেলেই মাঠে গিয়ে খেলা দেখেন। নিয়মিত খোঁজ-খবর নিয়ে থাকেন। খেলোয়াড়দের ডেকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারও দিয়ে থাকেন।

সম্প্রতি ফুটবলে সাফল্য পাওয়া কিশোরীদের আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবার সাফ জয়ী অনূর্ধ্ব-১৫ কিশোর দলকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য বিজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী সাফ জয়ী খেলোয়াড়দের ডেকেছেন। সেখানে সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা থাকবেন।’