জেতার মতো কিছুই করেনি ম্যানইউ: রোনালদো

গোল করেও জয়ের উচ্ছ্বাস করতে পারলেন না রোনালদোচ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান জায়ান্টদের জার্সিতে টুর্নামেন্টে গোলখরা কাটানো ক্রিস্তিয়ানো রোনালদোর দাবি, জয়টা প্রাপ্য নয় তার সাবেক ক্লাবের।

এই মৌসুমে প্রথমবার হারল জুভেন্টাস। হুয়ান মাতার ফ্রি কিক গোলে সমতা ফেরানোর পর ইউনাইটেড জয় পায় অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে। অন্যদিকে এগিয়ে গেলেও অগণিত সুযোগ নষ্ট করার খেসারত দেয় জুভেন্টাস।

রোনালদোর মতে, ম্যানইউকে তিন পয়েন্ট ‘উপহার’ দিয়েছে জুভেন্টাস। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ বিশেষ একটি প্রতিযোগিতা। এখানে জিততে পারেন, কিন্তু একটু গা ছেড়ে দিলেই যে কোনও কিছু ঘটতে পারে।’

পুরো ম্যাচে দাপট দেখানোর পরও সাবেক ক্লাবের কাছে এমন হার মানতে পারছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমরা ৯০ মিনিট ধরে ম্যাচে দাপট দেখিয়েছি। অনেক সুযোগ ছিল। তিন বা চারবার গোল করতে পারতাম। কিন্তু আমরা গা ছেড়ে দিলাম এবং তার খেসারত দিতে হলো। এই ম্যাচ জেতার মতো কিছুই করেনি ম্যানইউ। এমনকি ভাগ্য তাদের জিতিয়েছে এটাও বলতে পারেন না। কারণ ভাগ্যকেও খুঁজে নিতে চেষ্টা করতে হয়। এক্ষেত্রে আমরা তাদের জয় উপহার দিলাম।’

ম্যাচ হারলেও দলকে উজ্জীবিত থাকতে বললেন রোনালদো, ‘এখন আমাদের মাথা আবার উঁচু করতে হবে। কারণ আমরা সত্যিই ভালো খেলেছি। আর এখনও আমরা গ্রুপের শীর্ষে।’

এই নাটকীয় জয় ম্যানইউকে ‘এইচ’ গ্রুপ থেকে নকআউটে ওঠার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছে। তারা দ্বিতীয় স্থানে। আর শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে মাত্র ২ পয়েন্ট পেছনে। অন্যদিকে একটি ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত করবে ইতালিয়ান জায়ান্টরা।