‘মেয়েদের ফুটবল লিগে ক্লাবগুলোর আগ্রহ কম’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন২০১৩ সালে সবশেষ হয়েছে মেয়েদের ফুটবল লিগ। এরপর আর মুখ দেখেনি প্রতিযোগিতাটি। মেয়েরা আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক সাফল্য এনে দিলেও ঘরোয়া ফুটবলে তাদের খেলার সুযোগ নেই। এজন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দায়ী করছেন ক্লাবগুলোকে।

বাফুফে সভাপতি ফেডারেশনের ‘ব্যর্থতা’ ঢেকে ক্লাবগুলোর দিকে ছুড়লেন অভিযোগের তীর। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘(মেয়েদের) লিগ করতে পারছি না। এটা আমাদের সমস্যা না। আমরা লিগ করার জন্য সবার সঙ্গে কথা বলছি। আমি লিগ আয়োজন করে দিচ্ছি, কিন্তু আপনাকেও তো আসতে হবে। আসলে ক্লাব তৈরি নয়।’

বাফুফে মেয়েদের লিগ আয়োজনে ২-৩টির বেশি ক্লাব থেকে সাড়া পাচ্ছে না। সালাউদ্দিনের তাই আক্ষেপ, ‘প্রতি বছর লিগ আয়োজন করতে চাই, অথচ ২-৩টি ক্লাব আগ্রহ দেখায়। কিন্তু আমার দরকার ৮ থেকে ১০টি ক্লাব, অন্তত ৭টি তো দরকারই। এর নিচে লিগ করলে কোনও কার্যকারিতা থাকবে না।’

যদিও আগামী বছরের শুরু থেকে লিগ আয়োজনে আশাবাদী বাফুফে প্রধান, ‘আমরা অনুরোধ করেছি, আলাপ করছি (ক্লাবের সঙ্গে)। জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে যদি লিগ হয়, তাহলে খেলোয়াড় পাবো। যদি ১০টি ক্লাব অংশ নেয়, তাহলে আমার কাজেরও সুবিধা হবে।’

বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জোর দিয়ে বলেছেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী বছরই লিগ হবে। এ বছর ব্যস্ত সূচির কারণে হয়নি। আমরাও চাই মেয়েরা ঘরোয়া খেলার মধ্যে থাকুক।’

মেয়েদের জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনের প্রত্যাশা, ‘মেয়েরা যদি খেলার মধ্যে থাকে, তাহলে আরও ভালো। দেখা যাবে সেখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। এছাড়া আর্থিকভাবেও লাভবান হবে মেয়েরা।’