নেইমারকে বার্সায় ফেরানোর বিরুদ্ধে ফন হাল

neymar 1চার বছর ন্যু ক্যাম্পে ছিলেন নেইমার। বার্সেলোনায় ঝলমলে ক্যারিয়ারের ইতি টেনেছেন বিতর্ককে সঙ্গী করে। শোনা যাচ্ছে, আবারও কাতালান জায়ান্টদের জার্সিতে দেখা যেতে পারে তাকে। কিন্তু বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে না ফেরাতে বার্সাকে সতর্ক করলেন সাবেক কোচ লুইস ফন হাল।

বার্সায় দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর গত মৌসুমে হঠাৎ করে পিএসজিতে চলে যান নেইমার। চোট নিয়ে খেলা হয়নি মৌসুমের শেষ দিকে। গুঞ্জন উঠেছে, প্যারিস ক্লাবেও ঠিক বনিবনা হচ্ছে না। স্পেনে নাকি ফিরতে প্রস্তুত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড!

গুঞ্জন হোক বা সত্যি, ফন হালের মতে তাকে ফেরানো হবে বার্সার জন্য ভুল সিদ্ধান্ত। ‍দুই মেয়াদে ন্যু ক্যাম্পের দায়িত্বে থাকা এই ডাচ কোচ বলেছেন, ‘নেইমার এখনও তরুণ একজন খেলোয়াড় এবং এখনও বিকশিত হচ্ছে, এটা আমার মত। তাকে দলের খেলোয়াড় হিসেবে খেলা শিখতে হবে। অনেক বেশি একক পারফরম্যান্সের খেলোয়াড় সে। তাই আমি আপনাদের এটা নিয়ে ভাবতে বলছি, যদি আপনারা তাকে আবার কিনতে চান। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা বার্সেলোনার জন্য ভালো সিদ্ধান্ত হবে না।’ গোল ডটকম