ব্যালন ডি’অর ২০১৮: কে পেয়েছেন কত পয়েন্ট

লুকা মদরিচ জিতেছেন ২০১৮ সালের ব্যালন ডি’অররাশিয়া বিশ্বকাপ শেষে ব্যালন ডি’অর দৌড়ে লুকা মদরিচকেই ফেভারিট মেনেছিলন ফুটবল বিশ্লেষকরা। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর তার পালেই হাওয়া লাগছিল জোরে। শেষ পর্যন্ত ২০১৮ সালের ব্যালন ডি’অর জিতেছেন ক্রোয়েট মিডফিল্ডারই, দ্বিতীয় হওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে অনেক বেশি এগিয়ে থেকে।

মেসি-রোনালদোর রাজত্বের অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর হাতে তুলেছেন মদরিচ। ১০ বছর পর সময়ের সেরা দুই খেলোয়াড়ের বাইরে কারও হাতে উঠেছে ‘সোনার বল’। সোমবার রাতে গতবারের জয়ী রোনালদোকে পেছনে ফেলে ইতিহাস লিখেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ১৮০ দেশের সাংবাদিকের রায়ে দ্বিতীয় হওয়া রোনালদো তার ধারে কাছেও নেই। মদরিচ যেখানে পেয়েছেন ৭৫৩ পয়েন্ট, সেখানে রোনালদোর পয়েন্ট ৪৭৮।

মেসির তো এই আলোচনায় থাকার সুযোগই নেই! ২০০৭ সালের পর এবারই প্রথম সেরা তিনের বাইরে থাকতে হয়েছে বার্সেলোনা অধিনায়ককে। পাঁচবারের জয়ী এবার হয়েছেন পঞ্চম। তার পয়েন্ট ২৮০। তৃতীয় হওয়া আন্তোয়ান গ্রিয়েজমানের পয়েন্ট ৪১৪। তারই জাতীয় দল সতীর্থ কাইলিয়ান এমবাপে ৩৪৭ পয়েন্ট নিয়ে হয়েছেন চতুর্থ।

নেইমার সেরা দশের মধ্যেও নেই। ১২তম হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন মাত্র ১৯ ভোট। ৩০ জনের তালিকায় ভোট না পাওয়ার ঘটনাও আছে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক উগো লঁরি ও রিয়াল মাদ্রিদের অ্যাকাটিং মিডফিল্ডার ইসকো পাননি কোনও ভোট।

একজন সাংবাদিক সর্বোচ্চ ৫ খেলোয়াড়কে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ভোটের জন্য ছিল আলাদা আলাদা পয়েন্ট। এক নম্বরে রাখা খেলোয়াড় পেয়েছেন ৬ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় পেয়েছেন ৪ পয়েন্ট। এভাবে পরের তিন খেলোয়াড় ক্রমানুসারে পেয়েছেন- ৩, ২ ও ১ পয়েন্ট। মার্কা

কে পেয়েছেন কত পয়েন্ট:

১. লুকা মদরিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ), ৭৫৩ পয়েন্ট

২. ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস), ৪৭৮ পয়েন্ট

৩. আন্তোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স, অ্যাতলেতিকো মাদ্রিদ), ৪১৪ পয়েন্ট

৪. কাইলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি), ৩৪৭ পয়েন্ট

৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), ২৮০ পয়েন্ট

৬. মোহাম্মদ সালাহ (মিশর, লিভারপুল), ১৮৮ পয়েন্ট

৭. রাফায়েল ভারান (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), ১২১ পয়েন্ট

৮. এডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি), ১১৯ পয়েন্ট

৯. কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম, ম্যানসিটি), ২৯ পয়েন্ট

১০. হ্যারি কেইন (ইংল্যান্ড, টটেনহাম), ২৫ পয়েন্ট

১১. গোলো কঁতে (ফ্রান্স, চেলসি), ২৪ পয়েন্ট

১২. নেইমার (ব্রাজিল, পিএসজি), ১৯ পয়েন্ট

১৩. লুই সুয়ারেস (উরুগুয়ে, বার্সেলোনা), ১৭ পয়েন্ট

১৪. থিবো কোর্তোয়া (বেলজিয়াম, চেলসি/রিয়াল মাদ্রিদ), ১২ পয়েন্ট

১৫. পল পগবা (ফ্রান্স, ম্যানইউ), ৯ পয়েন্ট

১৬. সের্হিয়ো আগুয়েরো (আর্জেন্টিনা, ম্যানসিটি), ৭ পয়েন্ট

১৭. গ্যারেথ বেল (ওয়েলস, রিয়াল মাদ্রিদ), ৬ পয়েন্ট

১৭. করিম বেনজিমা (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), ৬ পয়েন্ট

১৯. রবের্তো ফিরমিনো (ব্রাজিল, লিভারপুল), ৪ পয়েন্ট

১৯. ইভান রাকিতিচ (ক্রোয়েশিয়া, বার্সেলোনা), ৪ পয়েন্ট

১৯. সের্হিয়ো রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), ৪ পয়েন্ট

২২. এদিনসন কাভানি (উরুগুয়ে, পিএসজি), ৩ পয়েন্ট

২২. সাদিও মানে (সেনেগাল, লিভারপুল), ৩ পয়েন্ট

২২. মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ৩ পয়েন্ট

২৫. আলিসন (ব্রাজিল, রোমা/লিভারপুল), ২ পয়েন্ট

২৫. মারিও মানজুকিচ (ক্রোয়েশিয়া, জুভেন্টাস), ২ পয়েন্ট

২৫. ইয়ান ওবলাক (স্লোভেনিয়া, অ্যাতলেতিকো মাদ্রিদ), ২ পয়েন্ট

২৮. ডিয়েগো গোদিন (উরুগুয়ে, অ্যাতলেতিকো মাদ্রিদ), ১ পয়েন্ট

২৯. ইসকো (স্পেন, রিয়াল মাদ্রিদ), ০ পয়েন্ট

২৯. উগো লঁরি (ফ্রান্স, টটেনহাম), ০ পয়েন্ট