হারের দায় কাঁধে নিলেন রিয়াল কোচ

সান্তিয়াগো সোলারিনিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রামে রেখে দল সাজান সান্তিয়াগো সোলারি। কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হননি তিনি। সিএসকেএ মস্কোর কাছে চ্যাম্পিয়নস লিগ গ্রুপের শেষ ম্যাচে হারের দায় তাই নিজ কাঁধে নিলেন রিয়াল মাদ্রিদ কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে রেকর্ড লজ্জার হার মানতে হয়েছে রিয়ালকে। আর্জেন্টাইন কোচ স্বীকার করলেন সব দিক থেকে রাশিয়ান ক্লাবের চেয়ে পিছিয়ে ছিল তার দল। অনভিজ্ঞ দল নামানোর মাশুল দিতে হয়েছে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হেরে।

সোলারি মানছেন, সিএসকেএর বিপক্ষে তার দল কোনও জায়গায় শক্তিশালী ছিল না। তিনি বলেছেন, ‘এই ফল আমাকে খুব দুঃখ দিয়েছে। আমি জানি আমরা ঝুঁকি নিয়েছিলাম, এটাই পরিস্কার কথা।’

হারের কারণ ব্যাখ্যায় রিয়াল কোচ বলেছেন, ‘এই ম্যাচে ভিন্ন কিছু হতে পারত, কারণ এটা শক্তির ওপর নির্ভর করে। আর এই দিন আমরা কোনও জায়গায় শক্তিশালী ছিলাম না।’

হারের দায় কাঁধে নিয়ে সোলারি শেষ বাক্যে বলেন, ‘দ্বিতীয়ার্ধের খেলা আমরা পছন্দ হয়নি। এই হারের জন্য অবশ্যই আমাকে দায় নিতে হবে। কারণ আমি মাঠে নামিয়েছিল দল এবং অনেক তরুণদের নিয়ে। আমরা কেউই এই ফল পছন্দ করিনি। জয়ের প্রত্যাশা ছিল আমাদের।’