অজেয় থেকে ইউরোপা লিগের নকআউটে আর্সেনাল-চেলসি

জিরুদের গোলে ঘুরে দাঁড়ানো জয় পায় চেলসিইউরোপা লিগের নকআউট আগেই নিশ্চিত করেছিল আর্সেনাল ও চেলসি। বৃহস্পতিবার তারা গ্রুপ পর্ব শেষ করল অপরাজিত থেকে। এফকে কারাবাগকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর ভিদির মাঠে ২-২ গোলের ড্র করেছে চেলসি।

এদিকে অলিম্পিয়াকোসের কাছে ৩-১ গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে এসি মিলান।

আলেকজান্দ্রে ল্যাকাজেত্তের প্রথমার্ধের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ঘরের মাঠে তারা একমাত্র গোল করে ১৭ মিনিটে। নিচু শটে কারাবাগ গোলরক্ষক ভ্যাগনারকে পরাস্ত করেন এই ফরাসি ফুটবলার। ৮৮ মিনিটে গানারদের ব্যবধান দ্বিগুণ হতে দেননি ভ্যাগনার।

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ‘ই’ গ্রুপের খেলা শেষ করল আর্সেনাল। ভোরস্কলাকে হারিয়ে দ্বিতীয় স্থানে স্পোর্তিং সিপি।

হাঙ্গেরিতে হারের শঙ্কায় পড়েছিল চেলসি। যদিও এগিয়ে গিয়েছিল তারা। ৩০ মিনিটে উইলিয়ানের গোলে ভিদিকে পেছনে ফেলে ব্লুরা। কিন্তু ২ মিনিট পর ইথান এমপাদুর আত্মঘাতী গোলে সমতা ফেরায় ভিদি।

৫৬ মিনিটে চমৎকার ভলিতে লুইস নেগোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে অলিভিয়ের জিরুদের দুর্দান্ত ফ্রি কিক গোলে হার এড়ায় চেলসি।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে থেকে নকআউটে পা রাখছে চেলসি। পাওককে হারিয়ে তাদের সঙ্গে দ্বিতীয় সেরা দল হয়ে গ্রুপ শেষ করেছে বাতে বরিসোভ। ইএসপিএনএফসি