লেকিপের বর্ষসেরা দলে নেই নেইমার-গ্রিয়েজমান

আন্তোয়ান গ্রিয়েজমান ও নেইমার২০১৮ সাল ভুলে যেতে চাইবেন নেইমার! চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে কাটানোর পর বিশ্বকাপে ফিরে হতাশায় মুখ লুকাতে হয়েছে তাকে। ব্যক্তিগত অর্জনে শূন্যতার এক বছর কাটানো ব্রাজিলিয়ান তারকার জায়গা হয়নি ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর বর্ষসেরা একাদশেও। বিশ্বকাপ জয়ী আন্তোয়ান গ্রিয়েজমানও নেই একাদশে।

নেইমার ও গ্রিয়েজমান না থাকলেও লেকিপের একাদশে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সময়ের সেরা দুই তারকার সঙ্গে ফরোয়ার্ডে আছেন চেলসির এডেন হ্যাজার্ড ও প্যারিস সেন্ত জার্মেইয়ের কাইলিয়ান এমবাপে। মাঝমাঠে রয়েছেন এবারের বছরে ব্যক্তিগত পুরস্কারের প্রায় সবই হাতে তোলা লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়েট মিডফিল্ডারের সঙ্গী চেলসির ফরাসি তারকা গোলো কঁতে।

চার ডিফেন্ডারকে নিয়ে রক্ষণ সাজিয়েছে লেকিপ। দুই সেন্টার-ব্যাক লিভারপুলের ভারগিল ফন ডাইক ও রিয়াল মাদ্রিদের রাফায়েল ভারানের সঙ্গে দুই ফুলব্যাক রিয়ালের মার্সেলো ও লিভারপুলের ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড। আর এই দলটির গোলবারের নিচে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক।

চলতি মৌসুমে পিএসজির জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নেইমার। নিজে গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে লক্ষ্যভেদ করালেও চোটের কারণে গত মৌসুমে ঠিকঠাক পারফর্ম করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর বিশ্বকাপেও কঠিন সমালোচনার সামনে পড়তে হয়েছিল তাকে। সব মিলিয়ে ফরাসি লিগে খেললেও লেকিপ তাদের বিবেচনায় রাখেনি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো গ্রিয়েজমানের না থাকা। একে তিনি অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে সাফল্যময় এক মৌসুম পার করে নেমেছিলেন বিশ্বকাপে, এরপর আবার রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে চমৎকার পারফরম্যান্সে হাতে তোলেন বিশ্বকাপের শিরোপা। এরপরও তার দেশি সংবাদমাধ্যম আমলে নেয়নি। ফ্রান্সের হয়ে সাফল্য পাওয়ার পরও একাদশে জায়গা পাননি গ্রিয়েজমান। মার্কা

লেকিপের বর্ষসেরা একাদশ: ইয়ান ওকলাক; ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, রাফায়েল ভারান, ভারগিল ফন ডাইক, মার্সেলো; গোলো কঁতে, লুকা মদরিচ; লিওনেল মেসি, এডেন হ্যাজার্ড, কাইলিয়ান এমবাপে; ক্রিস্তিয়ানো রোনালদো।