অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

বাফুফের নির্বাহী কমিটির সভাদুই বছর পর আবারও হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। ২০১৫ ও ২০১৭ সালের পর তৃতীয়বার হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।

আগের দুইবারের মতো এবারও চট্টগাম আবাহনীর আয়োজনে ও বাফুফের সহযোগিতায় টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে এই প্রতিযোগিতার। ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম।

বাংলাদেশের তিন ক্লাবসহ এখানে লড়াই করবে ৬টি ক্লাব। দেশের চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ঢাকা আবাহনী ও মোহামেডানের অংশ নেওয়ার কথা। এছাড়া কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে যে কোনও একটি ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এই বছর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা করতে যাচ্ছি। বাফুফেকে আগেই চিঠি দিয়েছিলাম। তারা অনুমোদনও দিয়েছে। এখন থেকে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করবে বাফুফেই।’

বাফুফের এই সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে দুটি দল। আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে প্রিমিয়ার লিগে।

এছাড়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মেয়েদের আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল হবে আগামী এপ্রিলে। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ৬টি দেশ। এই প্রতিযোগিতার বিপণন স্বত্ত্ব কিনে নিয়েছে কে স্পোর্টস।