মেসি-দেম্বেলের গোলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

বার্সেলোনাপ্রথম লেগ হেরে জমা হওয়া শঙ্কার মেঘ ঘরের মাঠের ফিরতি লেগে উড়িয়ে দিলেন লিওনেল মেসি ও উসমান দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলের সঙ্গে আর্জেন্টাইন তারকার লক্ষ্যভেদে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।

লেভান্তের মাঠ থেকে শেষ ষোলোর প্রথম লেগ ২-১ গোলে হেরে ফিরেছিল বার্সেলোনা। কোপা দেল রে থেকে ছিটকে পড়ার শঙ্কা জন্ম নেয় তাতে। কাতালান কোচ কোনও ঝুঁকি না নিয়ে প্রধান অস্ত্র লিওনেল মেসিকে নামিয়ে দেন ন্যু ক্যাম্পে ফিরতি লেগের শুরুতেই। অধিনায়ক ফেরাতে আত্মবিশ্বাসী বার্সেলোনা লেভান্তেকে সহজে হারিয়ে নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির শেষ আট।

যদিও বৃহস্পতিবার রাতে আর্জেন্টাইন তারকাকে ছাপিয়ে গেলেন দেম্বেলে। প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানে ফরাসি ফরোয়ার্ডের করা দুই গোলে কোয়ার্টার ফাইনাল একরকম নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। এরপর দ্বিতীয়ার্ধে তা পাকাপোক্ত করেন মেসি।

জয়ের কোনও বিকল্প ছিল না।, তাই ঘরের মাঠে সমর্থকদের সামনে শুরু থেকেই আক্রমণ চালিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের কড়া রক্ষণ ও দুর্ভাগ্যের যুগলে গোলের দেখা আর পাচ্ছিল না স্বাগতিকরা। অবশেষে ৩০ মিনিটে লেভান্তের রক্ষণ ভেঙে বার্সেলোনাকে এগিয়ে নেন দেম্বেলে। মেসির চমৎকার পাস থেকে এই ফরোয়ার্ডের করা গোলে অবশ্য আছে ভাগ্যের ছোঁয়াও।

মেসির পাস ধরে বক্সের ভেতর গোলরক্ষককে ফাঁকি দেওয়ার আগেই লেভান্তের এক ডিফেন্ডার বাধা হয়ে দাঁড়ান দেম্বেলের। যদিও ওই ডিফেন্ডারের প্রতিহত করা বল ফিরে দেম্বেলের পায়ে লেগেই জড়িয়ে যায় জালে। ওই উৎসব শেষ হতে না হতেই পরের মিনিটে আবারও দেম্বেলের লক্ষ্যভেদ। সেই মেসিরই ডিফেন্সচিড়া পাস বক্সের ভেতর থেকে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন দেম্বেলে।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে পায় তৃতীয় গোল। আগের দুই গোলে অ্যাসিস্ট করা মেসি এবার স্কোরারের ভূমিকায়। নেলসন সেমেদোর চমৎকার ক্রস বাঁ পায়ের বুদ্ধিদীপ্ত চিপে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গোল ডটকম